১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আওয়ামী লীগ দেশের স্বাধীনতাকে বিপন্ন করেছে : দুদু

-

বিএনপির ভাইস চেয়ারম্যান শামছুজ্জামান দুদু বলেছেন, আওয়ামী লীগ তার প্রভুদের কাছে দেশ ও দেশের জনগণকে বিক্রি করে দিয়েছে। স্বাধীনতার ৫২ বছর পরও স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য আজ আন্দোলন করতে হয়। আওয়ামী লীগ দেশের স্বাধীনতাকে বিপন্ন করেছে।
গতকাল শুক্রবার বিকেলে গাজীপুর মহানগরের টঙ্গী বড় দেওড়া হজরত শাহজালাল রোডে আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন কমপ্লেক্সে মহানগর যুবদলের উদ্যোগে বেগম জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় আয়োজিত দোয়া-ইফতার মাহফিল ও কারামুক্ত যুবদল নেতাকর্মীদের সম্মাননা স্মারকপ্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলামের সভাপতিত্বে এবং কাশিমপুর থানা যুবদলের আহ্বায়ক এম সাইফুল ইসলাম শাহিন ও টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, ডা: মাজহারুল আলম, মহানগর বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু।
উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আফজাল হোসেন সরকার, সৈয়দ আক্তারুজ্জামান, সাবেক দফতর সম্পাদক মো: আব্দুর রহিম খান কালা, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাৎ হোসেন শাহিন, সরকার শাহনুর ইসলাম রনি, আজিজুল হক রাজু মাস্টার, মো: লিটন মৃধা, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বিনা, মহানগর তাঁতীদলের আহ্বায়ক তাজুল ইসলাম বেপারী, মহানগর জাসাসের সদস্যসচিব কৌশিক খান, সেলিম কাজল, শেখ মোহাম্মদ সুমন, হাবীবুর রহমান আজাদ, রাতুল ভূঁইয়া, মো: সোলায়মান সরকার প্রমুখ।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন আহসান উল্লাহ সরকার ইসলামিক ফাউন্ডেশন কমপ্লেক্স মসজিদের খতিব হাফেজ মাওলানা আসিফ বিন হারুন। শেষে কারামুক্ত যুবদলের ৩৫জন নেতা-কর্মীকে সংবর্ধনা ও সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

 


আরো সংবাদ



premium cement
ভারত কখনো চায়নি বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াক : মিয়া গোলাম পরওয়ার ‘উৎপাদনের জন্য কৃষি পণ্য ও উপকরণ সহজলভ্য এবং সিন্ডিকেট ভেঙে দিতে হবে’ পলিথিনে মোড়ানো নবজাতকের লাশ! আপনাকে ধরে এনে বিচার করা হবে : মোবারক হোসেন কালীগঞ্জে ইসকন নিষিদ্ধের দাবিতে উলামা পরিষদের বিক্ষোভ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে সরে যাবো : পররাষ্ট্র উপদেষ্টা ভারতকে দেয়া ‘বিশেষ সুবিধা’ বাতিল করল সুইজারল্যান্ড বুদ্ধিজীবী দিবসে ঢাবি ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা কবি হেলাল হাফিজের প্রথম জানাজা অনুষ্ঠিত মাইকেল জ্যাকসনের অপ্রকাশিত গানগুলো শুধু একজনই শুনতে পারবেন! দামেস্কে কবে দূতাবাস খোলা হবে জানালো তুরস্ক

সকল