আঞ্জুমনে নওজোয়ানের অভিষেক অনুষ্ঠিত
- ২৮ মার্চ ২০২৪, ০১:০৮
মুহাম্মদ আবদুল ওয়াহিদকে সভাপতি ও মোস্তাফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে গঠিত ৩১ সদস্যবিশিষ্ট আঞ্জুমনে নওজোয়ান বাংলাদেশ বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স-মাস্টার্স) মাদরাসা শাখার অভিষেক গত মঙ্গলবার বিকেলে বায়তুশ শরফ ইসলামী গবেষণা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বায়তুশ শরফ আঞ্জুমনে ইত্তেহাদ বাংলাদেশের সভাপতি, রাহবারে বায়তুশ শরফ শায়খ আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী। উপস্থিত ছিলেন বায়তুশ শরফ আঞ্জুমনে ইত্তেহাদের সাধারণ সম্পাদক হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ, অধ্যক্ষ ও খতিব মাওলানা আবু সালেহ মুহাম্মদ ছলিমুল্লাহ, উপাধ্যক্ষ মাওলানা আমিনুল ইসলাম, অধ্যাপক জামাল উদ্দিন, অধ্যাপক একরামুল হক আজাদ, মোজাম্মেল হক, নুরুল কবির, অধ্যাপক শফিউর রহমান, জাহাঙ্গীর আলম শাকিল, লায়ন মঈনুদ্দিন। আঞ্জুমনে নওজোয়ান বাংলাদেশের সভাপতি কাজী আবদুল হান্নান জিলানী, সহসভাপতি আবদুল কাইয়ুম, হাফেজ মফিজ উদ্দিন, কাজী সিরাজ উদ্দিন ইমামী, সাধারণ সম্পাদক দিদারুল আলম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইউসুফ, মিসবাহ উদ্দিন শাহেদ, অর্থ সম্পাদক শাহ আজিজুর রহমান, হাফেজ আবুল হাসনাতসহ আঞ্জুমনে নওজোয়ান কেন্দ্রীয় দায়িত্বশীলরা। সভাপতির বক্তব্যে রাহবরে বায়তুশ শরফ আল্লামা আবদুল হাই নদভী বলেন, রাসূল সা:-এর ‘হিলফুল ফজুল’ দ্বারা প্রভাবিত হয়ে ছাত্র ও যুবসমাজকে অবক্ষয় থেকে মুক্তি দিয়ে শান্তি ও সমৃদ্ধশালী বিশ্ব গড়ার অভিপ্রায়ে বায়তুশ শরফের প্রধান রূপকার মুহাম্মদ আবদুল জব্বার (রাহ.) বায়তুশ শরফ আঞ্জুমনে ইত্তেহাদ বাংলাদেশের সহযোগী সংগঠন হিসেবে ১৯৮০ সালের ১৯ এপ্রিল প্রতিষ্ঠা করেছিলেন সম্পূর্ণ অরাজনৈতিক সমাজসেবী যুব কাফেলা আঞ্জুমনে নওজোয়ান বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় আজো বিস্তৃতি লাভ করে যাচ্ছে তারুণ্যের এই সংগঠন। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা