আল জীবরান দারুল কুরআন একাডেমির আলোচনা সভা ও হিফজ সমাপনী অ্যাওয়ার্ড
- ২৮ মার্চ ২০২৪, ০১:০৭
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানী ডেমরার দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল-জীবরান দারুল কুরআন একাডেমির আলোচনা সভা ও হিফজ সমাপনী অ্যাওয়ার্ড ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। অত্র প্রতিষ্ঠানের ইনচার্জ মাওলানা মো: মাহবুবুর রহমানের উপস্থাপনায়, পরিচালক মাওলানা মুহাম্মাদ জহির বিন বাশারের পরিচালনায় এবং আলহাজ আব্দুল আজিজ প্রধানের সভাপতিত্বে স্থানীয় একটি অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুহাদ্দিস মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন ডেমরা থানার ওসি মো: জহিরুল ইসলাম, পিএইচপি কুরআনের আলো প্রোগ্রামের সেক্রেটারি মুফতি মহিউদ্দিন, লেখক, গবেষক এমদাদুল হক চৌধুরী। পেনভিশন টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুব মুকুল। উপস্থিত ছিলেন মুফতি তাশফিন মাহমুদ রাসেল, মুফতি মোস্তাফিজুর রহমান, মাওলানা আব্দুল্লাহ আল-হারুন, আলোচনা পর্ব শেষে হিফজ সমাপনকারী শিক্ষার্থীদের দস্তারবন্দী ও অ্যাওয়ার্ড এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা