১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

নোয়াখালীতে পুকুরে ডুবে ভাইবোনের মৃত্যু

-

নোয়াখালীর কবিরহাট উপজেলায় পুকুরের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু হয়েছে। গতকাল সকাল ৮টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রামেশ্বপুর গ্রামের ছরআলী মাঝি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন টিটু।
ওই বাড়ির আবদুল হাইয়ের মেয়ে ফাতেমা বেগম (৭) ও ছেলে আবিদ হোসেন (৪) সকাল ৮টার দিকে ঘরের পাশে পুকুরে দাঁত ব্রাশ করতে যায়। তারা হাত- মুখ ধোয়ার সময় একজন পুকুরে পড়ে গেলে অন্যজন তাকে উদ্ধার করতে পানিতে নামে। পরে দু’জনই পানিতে ডুবে যায়। একপর্যায়ে পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ দিকে দুই ভাইবোনের এমন মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় শোকাহত হয়ে পড়েছে।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুময়ান কবির বলেন, হাত-মুখ ধোয়ার সময় পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেয়া হেেয়ছে।

 


আরো সংবাদ



premium cement