১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

২২ পরিবারের বিরুদ্ধে যুদ্ধ এখন ২২ লাখ পরিবারের বিপক্ষে দাঁড়িয়েছে : মোস্তফা

সাংবাদিকদের সাথে কথা বলছেন রসিক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা : নয়া দিগন্ত -

রংপুর সিটি মেয়র ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, ‘আগে ছিল ২২ পরিবার, তাদের বিরুদ্ধে যুদ্ধ ছিল। এখন ২২ লাখ পরিবারের বিরুদ্ধে যুদ্ধ করতে হচ্ছে। যার কারণে আমাদের স্বাধীনতা বারবার আমরা নিজেরাই ভূলণ্ঠিত করছি। এসব দিকে আমরা সজাগ থাকব। আমরা স্বাধীনতার যে মূল লক্ষ্য, আত্মত্যাগ ও সম্ভ্রমহানির মাধ্যমে অর্জিত যে লাল-সবুজের পতাকা তা যেন কখনই কলঙ্কিত না হয়, তার জন্য দায়িত্বশীল ভূমিকা পালন করব। গতকাল স্বাধীনতা দিবসের ৫৩ বছর পূর্তিতে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।
জাতীয় পার্টির এই শীর্ষ নেতা আরো বলেন, ‘আমরা কেউ যেন জবাবদিহিতার ঊর্ধ্বে না থাকি। যে যে দায়িত্বে আছি আমরা প্রত্যেকটা মুহূর্ত যদি জবাবদিহী করি, দুর্নীতিবাজদের যেন আমরা পৃষ্ঠাপোষকতা না করি। আমাদের কেউ যেন খেটে খাওয়া বাঙালির হক কেড়ে নিয়ে লাখপতি থেকে কোটিপতি না হয়।’
মোস্তফা বলেন, আমি মনে করি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। আমরা আশা করি যে শর্তে স্বাধীনতা ঘোষণা হয়েছিল, প্রত্যেক মানুষের বাকস্বাধীনতা থাকবে। তারা স্বাধীনভাবে কাজ করতে পারবে। কথা বলতে পারবে। সেই রাইটসগুলো ইস্টাবলিস্ট করার জন্য যেন প্রধানমন্ত্রী সচেষ্ট হন।
মোস্তফা বলেন, আমাদের স্বাধীনতা যুদ্ধের কিছু শর্ত ছিল, যে কারণে সাড়ে সাত কোটি বাঙালি ঐক্যবদ্ধ হয়েছিল। স্বাধীনতার স্বাদ বাঙালির ঘরে ঘরে পৌঁছবে। সোনার বাংলা তৈরি হবে। সেই সোনার বাংলা বিনির্মাণে আমরা যেন দায়িত্ব যথাযথভাবে পালন করি।
এ দিকে বৈরী আবহাওয়া উপেক্ষা করে সকাল থেকেই রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার, বঙ্গবন্ধু মুরাল, সুরভি উদ্যানের শহীদ স্মৃতি স্তম্ভ এবং মডার্ন মোড়ে নামে মানুষের ঢল। জাতীয় পার্টি, আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন ছাড়াও সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি বেসরকারি প্রতিষ্ঠান শোভাযাত্রা নিয়ে এসে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান, রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, মহানগর পুলিশ কমিশনার মো: মনিরুজ্জামান, ডিসি মোহা: মোবাশ্বের হাসান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরীসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ ছাড়াও স্টেডিয়ামে ডিসপ্লে এবং শিল্পকলা একাডেমিতে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়।


আরো সংবাদ



premium cement
মোরেলগঞ্জে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার অনলাইনে ভ্যাট কার্যক্রম বন্ধ থাকবে ৯৬ ঘণ্টা নতুন বাংলাদেশ গড়তে নতুন করে শপথ নিতে হবে : রেজাউল করিম বিজয় দিবস উপলক্ষে বঙ্গভবন এলাকায় যানবাহন চলাচলে ডিএমপির নির্দেশনা নাজিরপুরে আ’লীগের ৫ নেতা গ্রেফতার নাশকতা মামলায় জামালগঞ্জ উপজেলা মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার ২৩ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে বেক্সিমকোর দায়-দেনা ৫০৫০০ কোটি টাকা দোয়ারাবাজারে ধর্ষণ মামলার আসামি গ্রেফতার এবার আমন সংগ্রহ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে : খাদ্য উপদেষ্টা কুলাউড়ায় ইউপি চেয়ারম্যানসহ ৪ আ‘লীগ নেতা গ্রেফতার সোমবার যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

সকল