০৮ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১, ৭ রজব ১৪৪৬
`

বেসরকারি শিক্ষক নিয়োগে ৫ম গণবিজ্ঞপ্তি রোববার

-

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে লক্ষাধিক শিক্ষক নিয়োগের পঞ্চম গণবিজ্ঞপ্তি আগামী রোববার প্রকাশিত হতে পারে। সবকিছু ঠিক থাকলে এদিনই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। গতকাল সোমবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) এক কর্মকর্তা সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। এ বিষয়ে এনটিআরসিএর সচিব মো: ওবায়দুর রহমান বলেন, সবকিছু ঠিক থাকলে মার্চেই পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এর বেশি এই মুহূর্তে কিছু বলা সম্ভব নয়।
জানা গেছে, গত ২৯ ফেব্রুয়ারি থেকে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শূন্য তথ্য সংগ্রহ শুরু হয়। গত ১৮ মার্চ তথ্য সংগ্রহ শেষ হয়। পরবর্তীতে শূন্য পদের তথ্য সংশোধনের সময় দেয় এনটিআরসিএ। গতকাল সোমবার তথ্য সংশোধনের সময়সীমা শেষ হয়েছে।


আরো সংবাদ



premium cement