২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ন ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বিশ্ব ইজতেমায় হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটির ফ্রি মেডিক্যাল ক্যাম্প

-

বিশ্ব ইজতেমায় মুসল্লিদের খেদমতে প্রতিবারের মতো এবারো ফ্রি মেডিক্যাল ক্যাম্প করেছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। ১১ জন বিশেষজ্ঞ ডাক্তার টিম, ৩০ জন স্বেচ্ছাসেবকসহ ২৪ ঘণ্টা ইজতেমা ময়দানে নিয়োজিত ছিল সরকারি নিবন্ধিত বেসরকারি এই সংস্থা! শীর্ষস্থানীয় আলেম মরহুম মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুরের নামে এই নাম রাখা হয়েছে। ঢাকার মুহাম্মদপুরে অবস্থিত এর কেন্দ্রীয় অফিস। এ সংস্থার অধীনে পরিচালিত হয় বেশকিছু জনকল্যাণমূলক প্রজেক্ট। মেহমানদারি প্রজেক্ট : এই প্রজেক্টের আওতায় অসহায় মানুষের মেহমানদারির আযোজন করা হয়। নিউ মুসলিম ওয়েলফেয়ার প্রোগ্রাম : এখান থেকে অসহায় মুসলমানদের স্বাবলম্বীকরণের নিমিত্তে প্রয়োজনীয় যাবতীয় সহায়তা দেয়া হয় এবং যারাঅমুসলিম তাদেরকেও সহায়তা দেয়া হয়। জান্নাতের খোঁজে প্রজেক্ট : এখান থেকে গরিব অসহায় রোগী যাদের চিকিৎসার সামর্থ্য নেই তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা হয়।
স্বাবলম্বী প্রজেক্ট : এই প্রজেক্টের আওতায় সমাজের একেবারেই গরিব অসহায় মানুষদের স্বাবলম্বী করে তুলতে সেলাই মেশিন ও গবাদি পশু বিতরণ করা হয়। মক্তব মাসজিদ প্রতিষ্ঠা : এই প্রজেক্টের আওতায় দেশের প্রত্যন্ত অঞ্চলে যেখানে শিক্ষার আলো থেকে বঞ্চিত ওই সব এলাকায় প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠান, মক্তব, মাদরাসা প্রতিষ্ঠা করা হয়। এ ছাড়াও রয়েছে আরো জনকল্যাণমূলক প্রকল্প। সংস্থাটির সাধারণ সম্পাদক মাওলানা ইবরাহিমের ভাষ্যমতে, নিঃশর্ত ও নিঃস্বার্থ সাবর্জনীন মানবসেবার মধ্য দিয়ে এই সংস্থার সদস্যরা প্রতিদানের আশা করেন শুধু আল্লাহর নিকট। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement