২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

হরতাল সমর্থনে সুপ্রিম কোর্ট ও ঢাকা বারে আইনজীবীদের মিছিল

ঢাকা মহানগর আদালত এলাকায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বিক্ষোভ : নয়া দিগন্ত -

বিএনপির ডাকা হরতালের সমর্থনে সুপ্রিম কোর্ট ও ঢাকা আইনজীবী সমিতিতে বিএনপিপন্থী আইনজীবীরা মিছিল সমাবেশ করেছে। সোমবার বেলা ১টায় ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের (ইউএলএফ) ব্যানারে সুপ্রিম কোর্ট ও ঢাকাবারে আইনজীবী সমিতির সামনে শতাধিক আইনজীবী হরতাল সমর্থনে মিছিল সমাবেশ করে। তারা সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির আইন সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ক্ষমতাশীন দল রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আজ গণতন্ত্র হত্যা করে ঢাকার রাজপথে উল্লাস করছে। অথচ মুক্তিকামী গণতন্ত্রপন্থী নেতাকর্মীদের নির্বিচারে গ্রেফতার করছে। কর্তৃত্ববাদী এবং একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাসী আওয়ামী লীগ দেশকে এক কঠিন সঙ্কটের দিকে নিয়ে যাচ্ছে। তিনি বলেন, দেশের অর্থনীতি আজ ধ্বংস, নিত্যপ্রজনীও দ্রব্যাদি মানুষের ক্রয়ক্ষমতার ঊর্ধ্বে, অথচ সরকার তার আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়া একতরফাভাবে ক্ষমতা নবায়নের সমস্ত আয়োজন সম্পন্ন করেছে। তিনি আরো বলেন, দেশের জনগণ এই তফসিল বাতিল চায় এবং কেয়ারটেকার সরকার ছাড়া কোনো নির্বাচন মেনে নিবে না। মিছিল সমাবেশে অংশ নেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, সাবেক সহ-সভাপতি জগলুল হায়দার আফ্রিক, আইনজীবী কে এম জাবির, আইনজীবী ফেরাম সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আবদুল জব্বার ভূইয়া, সাধারণ সম্পাদক গাজী কামরুল ইসলাম সজল, ইউএলএফের সমন্বয়ক সৈয়দ মামুন মাহবুব, আইনজীবী মো: আক্তারুজ্জামান, ইউসুফ আলী, এ কে এম রেজাউল করীম খন্দকার, মনিরুজ্জামান আসাদ, মাহমুদ হাসান, জহিরুল ইসলাম সুমন, শহীদুল ইসলাম সপু, সুপ্রিম কোর্ট বারের সাবেক ট্রেজারার নাসরিন আক্তার, গাজী তৌহিদুল ইসলাম, পারভেজ হোসেন, কে আর খান পাঠান, সালমা সুলতানা সোমা, শাহীন সুলতানা, মো: মাকসুদ উল্লাহ, আনিসুর রহমান রায়হান, এ কে এম এহসানুর রহমান, মু. কাইয়ুম, গোলাম মোকতাদির উজ্জল প্রমুখ।
ঢাকা বারে মিছিল : এ দিকে সোমবার দুপুরে বিএনপির ডাকা হরতালের সমর্থনে ঢাকা আইনজীবী সমিতিতে মিছিল সমাবেশ করেছে বিএনপিপন্থী আইনজীবীরা। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ঢাকা বার ইউনিটের সভাপতি মাসুদ আহমেদ তালুকদার ও সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকীর নেতৃত্বে শতাধিক বিএনপিপন্থী আইনজীবী ঢাকা বারের সামনে থেকে মিছিল করেন। মিছিলটি ঢাকা মহানগর দায়রা জজ আদালত ও সিএমএম আদালত প্রদক্ষিণ করে। মিছিলে আইনজীবী খোরশেদ আলম, মহসিন মিয়া, গোলাম মোস্তফা খান, খলিলুর রহমান, হারুন আর রশিদ ভূইয়া, আবদুল কালাম খান, আবদুল খালেক মিলন, মিয়া মামুনসহ শতাধিক আইনজীবী অংশ নেন। মিছিল শেষে ঢাকা বারের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মাসুদ আহমেদ তালুকদার বলেন, ঘোষিত তফসিল বাতিল করে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। তিনি বলেন, এই সরকারের অধীনে নির্বাচনে দেশের মানুষ অংশগ্রহণ করবে না।


আরো সংবাদ



premium cement