তথ্য অধিকার আইনে পুঠিয়ার হিসাবরক্ষণ কর্মকর্তাকে জরিমানা
- ২১ নভেম্বর ২০২৩, ০০:০৫
তথ্য সরবরাহে বিঘœ সৃষ্টি করায় রাজশাহীর পুঠিয়া উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তাকে এক হাজার টাকা জরিমানা করেছে তথ্য কমিশন বাংলাদেশ। একই সাথে ১০ কার্যদিবসের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ করে ট্রেজারি চালানের কপি তথ্য কমিশনে দাখিল ও জরিমানার বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রককে জানানোর নির্দেশ দিয়েছে তথ্য কমিশন বাংলাদেশ। অপর দু’টি অভিযোগে তথ্য সরবরাহ না করায় সাতক্ষীরার কালিগঞ্জের দক্ষিণ শ্রীপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ এবং রাজশাহীর কৃষি উন্নয়ন ব্যাংকের অফিসারকে সতর্ক করেছে তথ্য কমিশন বাংলাদেশ।
গতকাল সোমবার তথ্য কমিশন বাংলাদেশ এর প্রধান তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক, তথ্য কমিশনার শহীদুল আলম ঝিনুক এবং তথ্য কমিশনার মাসুদা ভাট্টি তথ্য অধিকার আইন অনুযায়ী শুনানি গ্রহণপূর্বক এই আদেশ প্রদান করেন।
তথ্য কমিশনে শুনানিতে প্রমাণিত হয় রাজশাহীর পুঠিয়া উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়ের উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা তথ্য অধিকার আইনে আবেদনকারীর প্রার্থিত তথ্য ইচ্ছাকৃতভাবে প্রদান না করে তথ্য সরবরাহে বিঘœ সৃষ্টি করেছেন। শুনানিঅন্তে দোষী সাব্যস্ত হওয়ায় তথ্য অধিকার আইনে তাকে এই জরিমানা করা হয়। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা