১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`

ইউআইইউতে দক্ষতাভিত্তিক শিক্ষার মডেল নিয়ে আন্তর্জাতিক ওয়েবিনার

-

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)-তে ‘জীবন কর্মক্ষমতার সাথে দক্ষতাভিত্তিক শিক্ষার মডেলের সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যৎকে এগিয়ে নিয়ে যাওয়া’ শিরোনামে আন্তর্জাতিক ওয়েবিনার গত বুধবার সন্ধ্যা ৭টায় ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক ফর আউটকাম বেসড এডুকেশনের (আইএন৪ওবিই) বাংলাদেশ লোকাল চ্যাপ্টার ইউআইইউ অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি। প্রধান বক্তা ছিলেন আউটকাম বেসড এডুকেশনের জনক এবং আইএন৪ওবিইয়ের সিইও, প্রফেসর ড. উইলিয়াম স্প্যাডি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনিক্যাল এডুকেশন (বিএইটিই) অ্যাক্রেডিটেশন বোর্ডের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. এ এফ এম সাইফুল আমিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. চৌধুরী মোফিজুর রহমান। এ ছাড়াও বক্তা ছিলেন আইএন৪ওবিইয়ের বোর্ড মেম্বার ও সৌদি আরব ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনা কোয়ালিটি অ্যাসোরেন্সের পরিচালক প্রফেসর ড. ওয়াজিদ হুসাইন, আইএন৪ওবিইয়ের বোর্ড মেম্বার প্রফেসর ড. ফং ম্যাকসহ অন্যান্য বিশিষ্ট আন্তর্জাতিক বক্তারা। অনুষ্ঠানে ধন্য্যবাদ জ্ঞাপন করেন ইউআইইউ সিএসই ডিপার্টমেন্টের প্রফেসর ড. মো: মোতাহারুল ইসলাম এবং সঞ্চালনা করেন ইউআইইউ সিএসই ডিপার্টমেন্টের প্রফেসর ড. হাসান সারোয়ার। প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, এমপি বলেনÑ ‘আইএন৪ওবিই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং শিক্ষার সামগ্রিক মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে’। অনুষ্ঠানে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, শিক্ষাবিদ, অ্যাক্রিডিটেশন বিশেষজ্ঞ, গবেষক এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement
বাংলাদেশে আরো বিনিয়োগ করতে জাপানের প্রতি রাষ্টপতির আহ্বান চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৩ ডাকাত আটক মির্জাপুরে ৭ দফা দাবি আদায়ে বৈষম্যবিরোধী ছাত্রদের লিফলেট বিতরণ ম্যাচ বয়কটের হুমকি ক্রিকেটারদের, জরুরি বৈঠকে বিসিবি ট্রাম্পকে হত্যাচেষ্টার অভিযোগ অস্বীকার করল ইরান সোনারগাঁওয়ে মাসব্যাপী কারুশিল্প মেলা ও লোকজ উৎসব শুরু হচ্ছে শনিবার যুদ্ধবিরতির তুমুল আলোচনার মধ্যেই ৬২ ফিলিস্তিনিকে হত্যা ‘পাইকগাছা কৃষি কলেজ এখন খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস’ নির্বাচনের আগেই গণহত্যার বিচার : আসিফ নজরুল চকরিয়ায় ডাম্পারচাপায় শ্রমিক নিহত এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচিতে হামলা

সকল