১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
গাজীপুর মেট্রোপলিটন পুলিশে বদলি

টঙ্গী পশ্চিম থানায় নতুন ওসির যোগদান

-

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যাত্রা শুরুর পর এই প্রথম টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) বদলি হলেন। থানায় দ্বিতীয় ওসি হিসেবে যোগদান করেছেন পুলিশ পরিদর্শক মো: শাহ আলম। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার সরকারপুর গ্রামে। এর আগে তিনি ডিএমপিসহ বিভিন্ন জেলায় দায়িত্বপালন করেছেন। সর্বশেষ হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির দায়িত্বপালনকালে তাকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়। টঙ্গী পশ্চিম থানায় যোগদানের আগে তিনি জিএমপি গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত ছিলেন। ডিবিতে থাকাকালে তিনি টঙ্গী পূর্ব থানার একটি ডাকাতি মামলায় ডাকাতদলকে লুণ্ঠিত মালামালসহ গ্রেফতার করে জিএমপি কর্তৃপক্ষের নজরে আসেন। পরে তাকে ডিবি থেকে বদলি করে টঙ্গী পশ্চিম থানার দায়িত্ব দেয়া হয়। এ দিকে এলাকাবাসী তাদের দ্বিতীয় ওসিকে শুভেচ্ছা জানাতে থানায় ভিড় করছেন। গত রোববার নতুন ওসি যোগদানের পর থেকেই বিভিন্ন পেশাজীবী, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিরা তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিন্দন জানাতে থানায় আসছেন। এ সময় ওসি পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ৮ থানার মধ্যে টঙ্গী পশ্চিম থানা অন্যতম। বিগত ২০১৮ সালের ১৬ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) যাত্রা শুরু হলে টঙ্গী পশ্চিম থানার প্রথম ওসি হিসেবে যোগদান করেন পুলিশ পরিদর্শক এমদাদুল হক। মাদক কারবারি, ভূমিদস্যুসহ বিভিন্ন অপরাধীদের সাথে সখ্যতা রাখাসহ নানা কারণে তিনি বিতর্কিত ছিলেন। তার দুইজন সহকর্মী পুলিশ কর্মকর্তা কুমিল্লা জেলায় বিপুল পরিমাণ মাদকসহ র্যাবের হাতে গ্রেফতার হলে দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। ওই দুই কর্মকর্তা অন্যত্র বদলি হয়ে গেলেও মাদক ব্যবসা সংক্রান্তে টঙ্গীর মাদক কারবারিদের সাথে নিয়মিত সরাসরি যোগাযোগ রাখতেন। টঙ্গী পশ্চিম থানার পাশেই একটি ভাড়া বাড়িতে থাকতেন মাদক কারবারিতে জড়িত ওই পুলিশ কর্মকর্তা। মাদকসহ গ্রেফতার হওয়ার পর ওসি এমদাদ তাৎক্ষণিকভাবে ওই কর্মকর্তার বাসা অন্যত্র স্থানান্তর করান।


আরো সংবাদ



premium cement
জাতীয় নির্বাচন কবে, জানালেন প্রধান উপদেষ্টা খুলনায় স্বর্ণের বারসহ যুবক গ্রেফতার সিলেটে দোকানে রেফ্রিজারেটর বিস্ফোরণে দগ্ধ ৭ আন্দোলনকারীদের স্বপ্ন বাস্তবায়নের দাবি আহত স্বাধীনের চায়ের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বাসায় বিএনপি নেতারা শ্রীলঙ্কায় পার্লামেন্ট নির্বাচনের ভোট চলছে লেবাননের আরো অভ্যন্তরে ঢোকার চেষ্টা, ৬ ইসরাইলি সৈন্য নিহত এলএনজি টার্মিনালের দরপত্র প্রক্রিয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পেট্রোবাংলা! জোড়া শতকে কিউইদের বিপক্ষে বড় জয় শ্রীলঙ্কার গাজার যুদ্ধে ‘প্রকৃত বিরতির’ আহ্বান ব্লিংকেনের পার্লমেন্টে আস্থা ভোট দেবেন জার্মান চ্যান্সেলর

সকল