২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বার কাউন্সিলের দ্বিতীয় মেয়াদে লিখিত পরীক্ষার ফরম পূরণ ৮ সেপ্টেম্বরের মধ্যে

-

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী অন্তর্ভুক্তি এনরোলমেন্ট (এমসিকিউ) প্রিলিমিনারিতে উত্তীর্ণ কিন্তু লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণ প্রার্থীদের ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষায় দ্বিতীয় মেয়াদে অংশগ্রহণের সুযোগ দিয়ে নোটিশ জারি করা হয়েছে। লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য ২০১৭ সালের ২১ জুলাই এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বার কাউন্সিলের রি-অ্যাপিয়ার এনরোলমেন্ট ফরম পূরণ করতে হবে আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে।
বার কাউন্সিল অফিসে ফরম জমা দেয়ার সর্বশেষ তারিখ ৮ সেপ্টেম্বর। গত ২৪ আগস্ট বাংলাদেশ বার কাউন্সিলের সচিব স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। নোটিশে বলা হয়, পরীক্ষার ফি বাবদ ব্যাংক ড্রাফট অথবা নীল স্লিপে এক হাজার ৫০০ টাকা এবং ফরম ফি বাবদ ব্যাংক ড্রাফট অথবা হলুদ স্লিপে ৫০০ টাকার স্লিপ বা ড্রাফট সংযোজন করে বার কাউন্সিল অফিসে আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে।
প্রার্থীদের রি-অ্যাপিয়ার ফরমের সঙ্গে অবশ্যই ২০১৭ সালের এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষার প্রবেশপত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে। ফরমের নির্ধারিত জায়গায় প্রবেশপত্রে উল্লিখিত রোল নম্বর এবং রেজিস্ট্রেশন নম্বর উল্লেখ করতে হবে। এ ছাড়া সম্প্রতি তোলা প্রার্থীর তিন কপি সত্যায়িত রঙিন ছবি, ব্যাংক স্লিপ বা ড্রাফটের কপি যুক্ত করতে হবে।
সব কাগজপত্র সঠিক থাকাসাপেক্ষে প্রার্থীদের প্রবেশপত্র প্রস্তুত করা হবে এবং প্রবেশপত্র বিতরণের সময়সূচি পরবর্তীতে বার কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
আইন মন্ত্রণালয় কর্তৃক গত ১৩ আগস্ট প্রকাশিত বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় অংশগ্রহণসংক্রান্ত বিধিমালা সংশোধিত হওয়া এবং সংশোধিত বিধি অনুযায়ী এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষায় একবার উত্তীর্ণ হওয়া দু’বার এনরোলমেন্ট লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রাপ্তির বিধিটি ২০১৭ সালের ২১ জুলাই থেকে সংশোধিত বিধি কার্যকর হয়েছে মর্মে ঘোষিত হওয়ায় বার কাউন্সিল এ নোটিশ জারি করে।
গত ১৪ আগস্ট এ-সংক্রান্ত বাংলাদেশ বার কাউন্সিলের বিধি আবার সংশোধন করে গেজেট প্রকাশ করা হয়। এতে দ্বিতীয় বার লিখিত পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ পাচ্ছেন তিন হাজার ৫৯০ জন। ওই গেজেটে আগের মতো এমসিকিউ পরীক্ষায় পাস করার পর দু’বার লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ রেখে সুনির্দিষ্টভাবে যোগ করা হয় যে, এ সংশোধনী ২০১৭ সালের ২১ জুলাই তারিখে কার্যকর হয়েছে বলে গণ্য হবে। এ গেজেট প্রকাশের পর ওই তিন হাজার ৫৯০ জন পরীক্ষার্থীর আগামী ২৬ সেপ্টেম্বর তারিখে অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হয়। এর আগে গত ২৬ জুলাই তিন হাজার ৫৯০ পরীক্ষার্থী লিখিত পরীক্ষা দিতে পারবে না মর্মে বার কাউন্সিল নোটিশ প্রকাশ করে। এর বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির।


আরো সংবাদ



premium cement
জাবালিয়ায় ইসরাইলি সেনা কর্মকর্তাকে গুলি হামাসের বিডিআর বিদ্রোহের ঘটনা তদন্তে কমিশন গঠন শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা ইউরোপীয় ইউনিয়নের বড় হুমকি রাশিয়া : মেলোনি মুক্তিযোদ্ধার মানহানির ঘটনায় প্রধান উপদেষ্টা কার্যালয়ের নিন্দা গাজীপুরে বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর ও তার স্ত্রী-কন্যার বিরুদ্ধে মামলা আশুগঞ্জে গ্যারেজ মালিককে হত্যা করে অটোরিকশা ছিনতাই গৌরীপুরে যৌথবা‌হিনীর অভিযা‌নে ছাত্রলীগ নেতা গ্রেফতার নাটোরে ৬ ট্রাকের সংঘর্ষে চালক নিহত বুদ্ধিজীবী কবরস্থানে উপদেষ্টা হাসান আরিফের দাফন সম্পন্ন

সকল