২২ জানুয়ারি ২০২৫, ০৮ মাঘ ১৪৩১, ২১ রজব ১৪৪৬
`
ভাসানী অনুসারী পরিষদের সভায় বক্তারা

শোষণহীন সমাজ প্রতিষ্ঠার লড়াই করেছেন কাজী জাফর

-

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানী অনুসারী পরিষদ দেশব্যাপী আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। কেন্দ্রীয় কমিটির উদ্যোগে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, কাজী জাফর আহমদ আমৃত্যু একটি শোষণহীন সমাজ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন। দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে আমরা তার সুযোগ্য নেতৃত্ব পেয়েছি। তার কাছ থেকে যে শিক্ষা পেয়েছি তা সারা জীবন চলার পথের পাথেয় হয়ে থাকবে। আমরা আজ এক চরম ক্রান্তিকাল অতিক্রম করছি। বর্তমান সরকারের স্বৈরাচারী কার্যকলাপ দেশ এবং দেশের মানুষকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। শাসকগোষ্ঠী দেশে পুনরায় বাকশালী শাসন প্রতিষ্ঠার জন্য সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করার চক্রান্তে লিপ্ত। এমনি অবস্থায় দেশকে বাঁচানোর জন্য জাতীয় ঐক্যের বড় প্রয়োজন। এই জাতীয় ঐক্য প্রতিষ্ঠার জন্য যিনি অগ্রণী ভূমিকা পালন করতে পারতেন তিনি হলেন কাজী জাফর আহমদ।
ভাসানী অনুসারী পরিষদের প্রেসিডিয়াম মেম্বার অ্যাডভোকেট সুলতান আলম মল্লিকের সভাপতিত্বে সভায় আলোচনা করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার আহসান হাবিব লিংকন, গণদলের চেয়ারম্যান এ টি এম গোলাম মাওলা চৌধুরী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম মেম্বার মাওলানা রুহুল আমিন, ভাসানী অনুসারী পরিষদের প্রেসিডিয়াম মেম্বার মো: আখতার হোসেন, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব এ এস এম শামীম, প্রগশ-এর সভাপতি মেহেদী হাসান তালুকদার তপন প্রমুখ। সভায় মুনাজাত পরিচালনা করেন হাফেজ কারি মো: রফিকুল ইসলাম।
সভাপতির বক্তৃতায় অ্যাডভোকেট সুলতান আলম মল্লিক বলেন, কাজী জাফর আহমদ ছিলেন মজলুম জননেতা মওলানা ভাসানীর একনিষ্ঠ অনুসারী। তার অনুপ্রেরণাতেই ভাসানী অনুসারী পরিষদের জন্ম। তিনি কাজী জাফর আহমদের রাজনৈতিক জীবন থেকে শিক্ষা গ্রহণের জন্য সবার প্রতি আহ্বান জানান।
এ দিকে কাজী জাফর আহমদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইল জেলা কমিটি টাঙ্গাইলের প্যারাডাইস পাড়া হলে আলোচনা সভা, খতমে কুরআন, দোয়া, মিলাদ ও দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করে।


আরো সংবাদ



premium cement
ডুয়েটে ‘বিজয় ২৪ হল’ উদ্বোধন রাইডিং শেয়ারিং চালকের কারণে গাড়ি থেকে লাফ দিলেন নায়িকা চালক ও পথচারীদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা যুক্তরাষ্ট্রের উদ্দেশে শরণার্থীদের সকল প্রকার ভ্রমণসূচি বাতিল বাংলাদেশে বেসরকারি খাতে সহযোগিতা বাড়াতে আগ্রহী যুক্তরাষ্ট্র দাফতরিক কাজে শেখ হাসিনার শ্লোগান সম্বলিত লোগো ব্যবহার চুরি যাওয়া অর্থ ফেরাতে বিদেশী বন্ধুদের সহায়তা চান প্রধান উপদেষ্টা গাজা জয় লাভ করেছে : ইরানের সর্বোচ্চ নেতা ‘শীতার্তদের পাশে দাঁড়ানো করুণা নয়, নৈতিক দায়িত্ব’ পরিবেশগত সহযোগিতা জোরদারে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বৈঠক এস কে সুর পরিবারের ব্যাংকে থাকা লকার জব্দের আদেশ

সকল