১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১২ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

ছড়াকার ও সাংবাদিক আবু সালেহর জন্মদিন আজ

-

একুশে ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত ছড়াকার ও সাংবাদিক আবু সালেহর আজ জন্মদিন। ১৯৪৮ সালের ২২ জুলাই মাগুরার দ্বারিয়াপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৬৭ সাল থেকে সাংবাদিকতা শুরু। ছড়া লেখা শুরু করেন ষাটের দশকের শুরু থেকে। প্রথম লেখা প্রকাশিত হয় রমনা মুকুল ফৌজের দেয়াল পত্রিকায়, ১৯৫৪ সালে। ১৯৬৫ তে ছড়াকে জনপ্রিয় করে তুলতে প্রচলিত আঙ্গিক ও উপস্থাপনা সমাজ সচেতনতা এবং তৎকালীন স্বৈরাচারী আইয়ূববিরোধী আন্দোলনমুখী করে তোলেন। ছড়ায় সমাজতন্ত্র, জাতীয়তাবাদ স্বৈরাচার বিরোধিতা ইত্যাদি কারণে তৎকালীন পুলিশ ও সরকারি প্রশাসন যন্ত্রের শিকার হন হুলিয়া প্রাপ্ত হন। ১৯৬২ থেকে ৭০ সাল পর্যন্ত সব আন্দোলন-সংগ্রামে সরাসরি অংশ নেন। মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তার প্রকাশিত গ্রন্থ সংখ্যা প্রায় ১০০।
তিনি ১৯৬৭ সাল থেকে সাংবাদিকতার সাথে যুক্ত আছেন। ইত্তেহাদ, দৈনিক দেশ, হক কথা, দৈনিক খবর, জনতা, বাংলাদেশ সংবাদ সংস্থাসহ আরো অনেক সংবাদপত্রে তিনি কাজ করেছেন। ১৯৮০ সালের ২৩ মে খন্দকার মোশতাক আহমেদের জনসভায় বোমা হামলায় আহত হন। তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এবং সভাপতির দায়িত্ব পালন করেছেন। সাংবাদিকতার দায়িত্ব পালনকালে তিনি বহুবার পুলিশি এবং রাজনৈতিক হামলার শিকার হয়েছেন। ১৯৮৭ সালে এরশাদবিরোধী আন্দোলনে বাংলামটরে স্বৈরাচারী এরশাদের পেটোয়া বাহিনী তার হাতের কব্জি এবং পাঁজরের হাড় ভেঙে দেয়।
তার উল্লেখযোগ্য কয়েকটি পুরস্কারের মধ্যে রয়েছে, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০০২, একুশে পদক-২০০৫, অগ্রণী ব্যাংক সাহিত্য পুরস্কার, কবিতালাপ সাহিত্য পুরস্কার, লিমেরিক সোসাইটি পুরস্কার, মধুসুধন সাহিত্য পুরস্কার, জসীম উদ্দিন পদক, ত্রয়ী সাহিত্য পুরস্কার, জাতীয় প্রেস ক্লাব সম্মাননা, পারাবার সাহিত্য পদক, ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মাননা, জিয়া পদক, কাজী কাদের নাওয়াজ সাহিত্য পুরস্কার প্রভৃতি ।
প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে, পল্টনের ছড়া (১৯৭৪),তাড়িং মাড়িং (১৯৭৮) গ্রামের নাম চৌগাছি (১৯৭৮), চিরকালের খোকা, এক বাংলার ছড়া, সেই ছেলেটি ছুটল (বাংলা একাডেমি),আমার কথা ছড়ার কথা, খুকু যদি হাসে, হাতির পায়ে নূপুর, ধোলাই ছড়া প্রভৃতি। জন্মদিনটি তিনি পারিবারিকভাবে পালন করবেন। বিজ্ঞপ্তি।

 

 


আরো সংবাদ



premium cement
সম্পর্ক মেরামত ও উন্নত করার লক্ষ্য : নিউইয়র্কে হতে পারে ইউনূস-শাহবাজ বৈঠক কুলিয়ারচরে ‘জশনে জুলুস’ মিছিল থেকে মসজিদে হামলা, নিহত ১ বন্ধ করা হলো কাপ্তাই লেকের ১৬টি গেট জামায়াত ক্ষমতায় গেলে জনগণের ওপর কোনো কিছু চাপিয়ে দেবে না : ডা. মোহাম্মদ তাহের প্রতিটি ঘরে জামায়াতে ইসলামীর দাওয়াত পৌঁছে দিতে হবে : মাওলানা মুহাম্মদ শাহজাহান কারাগারে আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী বাড়ির জমির রেজিষ্ট্রি না পাওয়ায় ৬০ পরিবারের সাংবাদিক সম্মেলন বায়াররা পাশে এসে দাঁড়িয়েছে, গার্মেন্টস শিল্প এখন ঘুরে দাঁড়ানোর পালা : শ্রমসচিব রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের দাবিতে মহাসড়ক ব্লকেড চকরিয়ায় গোসলে নেমে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু হাসিনা-রেহেনা-জয়সহ ১৭৯ জনের বিরুদ্ধে সোনারগাঁওয়ে মামলা

সকল