২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
গণসংযোগকালে রেজাউল করিম

মেয়র নির্বাচিত হলে মাদক ও সন্ত্রাসমুক্ত মহানগর গড়তে কাজ করব

আওয়ামী লীগের রেজাউল করীম চৌধুরীর গণসংযোগ : নয়া দিগন্ত -

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়রপ্রার্থী এম রেজাউল করিম চৌধুরী বলেছেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের কর্মী। মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক, উন্নত, সমৃদ্ধ সোনার বাংলা গড়ায় শেখ হাসিনার আন্দোলনে চট্টগ্রামের একজন সৈনিক। চট্টগ্রামের উন্নয়ন সারা বাংলার উন্নয়নের অন্যতম শর্ত। জাতীয় অর্থনীতির সিংহদ্বার আমাদের চট্টগ্রামের উন্নয়ন ও নাগরিক সেবার জন্য আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু কন্যা আমাকে সিটি মেয়র পদে মনোনয়ন দিয়েছেন। ভোটের মালিক জনগণ। আপনাদের ভোটে নির্বাচিত হলে আমি সর্বোচ্চ নাগরিক সেবা নিশ্চিত করতে সকলের মতামত নিয়ে কাজ করব। শেখ হাসিনার উন্নয়নের সুযোগ কাজে লাগিয়ে চট্টগ্রামকে আরো সমৃদ্ধতর মহানগর হিসেবে গড়ে তুলব। এ জন্য আমি আপনাদের ভোট ও দোয়া চাইছি।
গতকাল বৃহস্পতিবার ১০ নম্বর কাট্টলী ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
এ দিকে ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ডে গণসংযোগকালে মেয়রপ্রার্থী এম রেজাউল করিম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ কথায় নয়, কাজে প্রমাণ দেয়। ভোট পেতে অনেক কথাই বলতে পারে। বঙ্গবন্ধুর আওয়ামী লীগ স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছে, স্বাধীনতা এনেছে। সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখিয়েছে, বঙ্গবন্ধু কন্যা বিস্ময়করভাবে দেশের উন্নয়ন করে দেশকে উন্নয়নশীল দেশে উন্নীত করেছেন। তার দূরদর্শিতায় গিয়ে চলছে উন্নত রাষ্ট্র গড়ার কাজ। পাহাড়তলী ওয়ার্ডের প্রাকৃতিক নৈসর্গ্য চট্টগ্রামের ঐতিহ্য। ঐতিহ্য সংরক্ষণে আমার বিশেষ দৃষ্টি থাকবে। মেয়র নির্বাচিত হলে আমি মাদক ও সন্ত্রাসমুক্ত, পরিবেশবান্ধব মহানগর গড়তে কাজ করব। শেখ হাসিনার চট্টগ্রামের প্রতি বিশেষ আন্তরিকতাকে কাজে লাগিয়ে দনি এশিয়ার অন্যতম সমৃদ্ধতর মহানগর হবে চট্টগ্রাম।
গণসংযোগকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেনÑ মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মো: সফর আলী, শেখ মাহমুদ ইসহাক, সিনিয়র সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, সহসভাপতি খোরশেদ আলম সুজন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ, মহানগর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল হাসান, মহানগর আওয়ামী লীগ নেতা মো: ইছা, জামশেদুল আলম চৌধুরী, দনি জেলা আওয়ামী লীগ নেতা শওকত ওসমান জাহাঙ্গীর, ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক নেছার আহমেদ মঞ্জু, যুগ্ম আহ্বায়ক মো: ইকবাল, গিয়াস উদ্দিন জুয়েল, হাবিবুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক নুরুল আমিন তালুকদার, যুগ্ম আহ্বায়ক শওকত আলী প্রমুখ। এ ছাড়াও স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

 


আরো সংবাদ



premium cement

সকল