১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ন ১৪৩০, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

৭ মার্চকে জাতীয় দিবসের দাবি যথার্থ : সৈয়দ আনোয়ার হোসেন

-

৭ মার্চকে জাতীয় দিবস ঘোষণার যে দাবি উঠেছে তাকে যথার্থ বলে মনে করেন বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন। তার মতে, বঙ্গবন্ধু ৭ মার্চে যে ঐতিহাসিক ভাষণ দেন তা সারা বিশ্বে বিরল যে কয়েকটি ভাষণ তার মধ্যে অন্যতম।
তিনি বলেন, ‘এ ভাষণেই বঙ্গবন্ধু বাংলাদেশে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। যা পুরো জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উদ্দীপ্ত করেছিল। ’
সৈয়দ আনোয়ার হোসেন গতকাল জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ‘বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ও স্বাধীনতা আলোচনা’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধে এসব কথা বলেন।
জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল আলমের সভাপতিত্বে এ সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, গবেষক সৈয়দ আবুল মকসুদ, সাংবাদিক মুক্তিযোদ্ধা হারুন হাবিব, সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল, আবু সাইদ খান, প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান, সিনিয়র সাংবাদিক অজয় দাস গুপ্ত, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, সিনিয়র সহসভাপতি ওমর ফারুক, সহসভাপতি আজিজুল ইসলাম ভুঁইয়া। অনুষ্ঠানটি পরিচালনা করেন জাতীয় প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ ও ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত।
সেমিনারে বক্তারা বলেন, ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু যে ক’টি শব্দ উচ্চারণ করেছেন তার প্রতিটি শব্দ বাঙালি জাতিকে প্রেরণা যুগিয়েছে, স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেছে। এ ভাষণেই তিনি জাতিকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার প্রস্তুতি নিতে আহ্বান জানিয়েছেন। একজন নির্বাচিত নেতা হিসেবে তিনি অত্যন্ত বিচক্ষণতার সাথে জাতিকে দিকনির্দেশনা দিয়েছেন এ ভাষণে।

 


আরো সংবাদ



premium cement
যুদ্ধাপরাধের জন্য ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান বোরেলের কুষ্টিয়ায় পদ্মা নদী থেকে অর্ধগলিত লাশ উদ্ধার আহত ও শহীদ পরিবারের বিষয়ে সরকারের উদাসীন থাকার সুযোগ নেই : সেলিম উদ্দিন দুই বছরের মধ্যে প্রথম ফোনালাপ করলেন পুতিন ও জার্মান চ্যান্সেলর পাকিস্তান-বাংলাদেশ জাহাজ চলাচল উপমহাদেশের ইতিহাসে টার্নিং পয়েন্ট! ‘দেশকে কল্যাণ রাষ্ট্র করতে জনগণের নেতা হতে হবে’ হাসিনার স্বৈরতন্ত্রকে সহজতর করেছে বিচার বিভাগ : ড. ইফতেখারুজ্জামান কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে লাশ উদ্ধার সরকার পরিচালনায় অদক্ষতা জনগণ মেনে নেবে না : তারেক রহমান পোপ ফ্রান্সিস-ড. ইউনূসের নামে যৌথ উদ্যোগ চালু করল ভ্যাটিকান আদর্শ জাতি গঠনে শিক্ষক সমাজকে অবদান রাখতে হবে : মুহাম্মদ শাহজাহান

সকল