১৫ জানুয়ারি ২০২৫, ০১ মাঘ ১৪৩১, ১৪ রজব ১৪৪৬
`
রামরুর সংবাদ সম্মেলন

এ বছর বিদেশে কর্মী যাওয়ার প্রবাহ ১০ শতাংশ কমবে

জাতীয় প্রেস ক্লাবে আন্তর্জাতিক শ্রম অভিবাসনের গতি-প্রকৃতি ২০১৯ : অর্জন এবং চ্যালেঞ্জ শীর্ষক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন ড. শাহদীন মালিক : নয়া দিগন্ত -

গত বছরের তুলনায় এ বছর বিদেশে অভিবাসী কর্মী যাওয়ার প্রবাহ ১০ শতাংশ কমবে। তবে গত বছরের তুলনায় এ বছর প্রবাসী আয় ১৭ শতাংশ বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট (রামরু)। গতকাল জাতীয় প্রেস ক্লাবে ‘বাংলাদেশ থেকে শ্রম অভিবাসনের গতি-প্রকৃতি ২০১৯ : সাফল্য ও চ্যালেঞ্জ’ শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে সংস্থাটি। সংবাদ সম্মেলনে প্রতিবেদনের তথ্য তুলে ধরেন রামরুর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক তাসনীম সিদ্দিকী।
প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ৬ লাখ ৪ হাজার ৬০ জন বাংলাদেশী কর্মী বিভিন্ন দেশে অভিবাসন করেছেন। এই ধারা অব্যাহত থাকলে এ বছর অভিবাসনের প্রবাহ গত বছরের তুলনায় ১০ শতাংশ কমে যায়। ২০১৮ সালে বাংলাদেশ থেকে ৭ লাখ ৩৪ হাজার ১৮১ জন কর্মী বিদেশে অভিবাসন করেছেন।
প্রতিবেদনে আরো বলা হয়, নারী কর্মীদের ওপর নিগৃহীত হওয়ার ঘটনা থাকলেও বিদেশে নারী কর্মী যাওয়ার প্রবাহ কমেনি। বরং যে প্রবাহ চলছে, তা অব্যাহত থাকলে এ বছর ৪ দশমিক ৫২ শতাংশ বেড়ে যাবে। ২০১৯ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ৯৭ হাজার ৪৩০ জন নারী কর্মী কাজের জন্য বিদেশে গেছেন। বিভিন্ন পত্রিকার সংবাদ পর্যালোচনা ও বেসরকারি সংস্থার তথ্য অনুযায়ী এই বছর এখন পর্যন্ত তিন হাজারের মতো নারী কর্মী সৌদি আরব থেকে দেশে ফিরে এসেছেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদীন মালিক দক্ষ কর্মী পাঠানোর ওপর গুরুত্বারোপ করে বলেন, আমরা দক্ষ জনশক্তি পাঠাতে পারছি না। শিক্ষাব্যবস্থা দক্ষ জনবল তৈরি করছে না। ভারতের এনআরসি ও সিএএর প্রভাব বাংলাদেশে পড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, এ জন্য বাংলাদেশকে প্রস্তুতি শুরু করতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তর্জাতিক আইন জানেন এমন লোক নেই বলেও মন্তব্য করেন তিনি।


আরো সংবাদ



premium cement
যুদ্ধবিরতির তুমুল আলোচনার মধ্যেই ৬২ ফিলিস্তিনিকে হত্যা ‘পাইকগাছা কৃষি কলেজ এখন খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস’ নির্বাচনের আগেই গণহত্যার বিচার : আসিফ নজরুল চকরিয়ায় ডাম্পারচাপায় শ্রমিক নিহত এনসিটিবি ভবন ঘেরাও কর্মসূচিতে হামলা সংস্কার প্রতিবেদনের ভিত্তিতেই নির্বাচন : প্রধান উপদেষ্টা কে হবে মিয়ানমারের আগামীর নীতিনির্ধারক ফ্যাসিবাদীরা বিদেশে অর্থ পাচার করে অর্থনীতি ধ্বংস করেছে : সেলিমা রহমান নোবিপ্রবির সাথে চীনের শিহেজী বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষর মতিউরের স্ত্রী কানিজ কারাগারে, রিমান্ড শুনানি ১৯ জানুয়ারি মহেশখালীতে প্রেমঘটিত দ্বন্দ্বে যুবক খুন

সকল