বড়দিন ও থার্টিফাস্ট নাইটে নাশকতার থ্রেট নেই : মনিরুল ইসলাম
- নিজস্ব প্রতিবেদক
- ১৮ ডিসেম্বর ২০১৯, ০০:০৬
কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম বলেছেন, আগামী ২৫ ডিসেম্বর শুভ বড়দিন এবং ৩১ ডিসেম্বর ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতার থ্রেট নেই। তবে যাতে সবাই উৎসবমুখর আনন্দে অনুষ্ঠানগুলো উদযাপন করতে পারে সে জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হচ্ছে। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নতুন কার্যালয় উদ্বোধন এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মনিরুল ইসলাম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার কারণে প্রতিনিয়তই এখানে জাতীয় ও আন্তর্জাতিক নানা ইভেন্ট থাকে। গতকাল ১৬ ডিসেম্বর এমনই একটি ইভেন্ট ছিল। আপনারা দেখেছেন, সারা দেশের মানুষ কিভাবে স্বতঃস্ফূর্তভাবে অনুষ্ঠান উদযাপন করেছে। ঠিক তেমনি ২৫ ডিসেম্বর বাংলাদেশের বড়দিন উদযাপিত হবে। এই উদযাপনকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা ও হামলার সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য নেই। একইভাবে ৩১ ডিসেম্বর ইংরেজি নববর্ষ উদযাপনের প্রথম প্রহরকে ঘিরেও কোনো হুমকি নেই। তবে আমরা এখনো গোয়েন্দা তথ্য সংগ্রহ করছি, থ্রেট অ্যাসেসমেন্ট করছি। সম্ভাব্য সব বিষয় মাথায় রেখে নিরাপত্তা পরিকল্পনা করছি।
তিনি বলেন, হোলে আর্টিসানে হামলার পর দেশে একটি কঠিন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। তবে আমরা সেই পরিস্থিতি উত্তরণ করেছি। ইন্টেলিজেন্স তথ্যের ভিত্তিতে একের পর এক অপারেশন চালিয়েছি। তবে উগ্রবাদ নিয়ন্ত্রণ করতে পারলেও পুরোপুরিভাবে নিশ্চিহ্ন বা নির্মূল করতে পারিনি। তবে বাংলাদেশের যে যেখানে আছে নিজ নিজ অবস্থান থেকে চেষ্টা করলে তাদের নির্মূল করতে পারব। ক্র্যাব সভাপতি আবুল খায়েরের সভাপতিত্বে এ অনুষ্ঠানে ক্র্যাব কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা