ইসলামী শিক্ষাই দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম : আবদুল হালিম বোখারি
- পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
- ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০
পটিয়া আল জামেয়া আল ইসলামীয়ার পরিচালক মুফতি শায়খুল হাদিস আবদুল হালিম বোখারি বলেছেন, একমাত্র ইসলামী শিক্ষাই দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম। বর্তমান জামানায় মানুষ মানুষের মতবাদ নিয়ে শান্তি প্রতিষ্ঠার জন্য ছোটাছুটি করছে কিন্তু কেউ দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি একমাত্র ইসলামী শিক্ষাই দুনিয়ায় যেমন শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম তেমনি কাল কিয়ামতের দিন এই ইসালামী শিক্ষাই আপনার নাজাতের পথ সুগম করতে পারে। তাই আমাদেরকে প্রকৃত ইসলামী শিক্ষা ও জ্ঞান অর্জন করতে হবে। পটিয়া মাদরাসায় দুই দিনব্যাপী মাহফিলের শেষদিনে গতকাল বিকেলে শেষ বয়ানে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন দুনিয়ায় মানুষ যত বড় সম্পদশালী ও ক্ষমতাবান হোক না কেন, কেউই মৃত্যুর স্বাদ থেকে রেহাই পাবে না। কাজেই সময় থাকতে আমাদেরকে পবিত্র কুরআন ও ইসলামের পথে আসতে হবে।
মাহফিলে আরো বয়ান করেন ভারত বেঙ্গালুরের আল্লামা শুয়াইবুরøাহ খান, আল্লামা হাফিজুর রহমান ছিদ্দিকী, আল্লামা আবদুল বাসেত খান, নানপুরের মাওলানা সালাহ উদ্দীন, বসুন্ধরার আল্লামা আরশাদ রহমানী ও রাজঘাটা মাদরাসার মুহাদ্দিস মাওলানা সাইদুল আলম আরমানী। এ ছাড়া পটিয়ার এমপি আলহাজ শামসুল হক চৌধুরী ও সাতকানিয়া লোহাগাড়ার এমপি প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজাম উদ্দিন নদভী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা