২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ন ১৪৩০, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
`
মুসলিম লীগের কাউন্সিল অনুষ্ঠিত

বদরুদ্দোজা সুজা সভাপতি আবুল খায়ের মহাসচিব

-

গত শনিবার ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে অনুষ্ঠিত বাংলাদেশ মুসলিম লীগের নবম জাতীয় কাউন্সিল অধিবেশনে ৪৩টি জেলার ৪৩৮ জন কাউন্সিলরের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে অ্যাডভোকেট বদরুদ্দোজা সুজা সভাপতি ও কাজী আবুল খায়ের মহাসচিব নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত সভাপতি সুজা সুনামগঞ্জ-১ থেকে ১৯৮৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি সুনামগঞ্জের বিশিষ্ট রাজনীতিবিদ তৎকালীন পাকিস্তান জাতীয় পরিষদের পার্লামেন্টারি সেক্রেটারি আবদুল খালেকের বড় সন্তান। অন্য দিকে বহুধা বিভক্ত মুসলিম লীগকে একীভূত করার পেছনে তার অবদান এবং সময়োচিত সাহসী নেতৃত্বের প্রতি শ্রদ্ধা জানাতেই কাউন্সিলরবৃন্দ সর্বসম্মতিক্রমে কাজী আবুল খায়েরকে টানা তৃতীয়বারের মতো দলের মহাসচিব নির্বাচিত করেন। সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা: বদরুদ্দোজা চৌধুরী কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন।
কাউন্সিলরদের মধ্যে নাটোরের আব্দুর রশীদ খান চৌধুরী, খুলনার ওয়াজির আলী মোড়ল, নীলফামারীর কাজী আশফাক, শরীয়তপুরের আনোয়ার হোসেন আবুড়ী, মাদারীপুরের আবুল কাশেম হাওলাদার, ফেনীর কাজী এ কাফী, চাঁদপুরের আফতাব হোসেন স্বপন, কুষ্টিয়ার আবদুল খালেক, ময়মনসিংহের মো: হাসমত উল্লাহ, ঢাকার শহুদুল হক ভূঁইয়া, ব্রাহ্মবাড়ীয়ার প্রকৌশলী ওসমান গনী, যশোরের শেখ আবদুল কাইয়ুম, বাগেরহাটের এস এইচ খান আসাদ ও শেখ এ সবুর, লক্ষ্মীপুরের অ্যাডভোকেট জসীম উদ্দিন, ঝালকাঠির আবু সাইদ মোল্লা, পটুয়াখালীর মশিউর রহমান কায়েশ, পিরোজপুরের অ্যাডভোকেট হাবিবুর রহমান, চট্টগ্রামের মুর্তোজা আলী চৌধুরী ও কাজী নাজমুল হাসান সেলিম, সিলেটের আনোয়ার উদ্দিন বোরহানাবাদী, সুনামগঞ্জের আনসার খান, সাতীরার নুরুল হক, বরগুনার মিয়া মো: আল আমিন, কুড়িগ্রামের খাইরুল আলম ও নারায়ণগঞ্জের ওয়াহিদুজ্জামান অন্যতম।
কাউন্সিলরবৃন্দ নবনির্বাচিত সভাপতি ও মহাসচিবকে দলের সিনিয়র নেতৃবৃন্দের সাথে পরামর্শক্রমে অবিলম্বে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার দায়িত্ব অর্পণ করে অভিনন্দিত করেন। নির্বাচন আগে রাজনীতির এই অস্থির সময়ে বাংলাদেশ মুসলিম লীগের নবনির্বাচিত কমিটি দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সবার আশাবাদ ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement
নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা, অন্যদের কথা ব্যক্তিগত : প্রেস উইং সালাহর জোড়া গোলে জিতল লিভারপুল ১০ সাংবাদিকসহ ১১ জনের ব্যাংক হিসাব জব্দ টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ৬ দফা মেনে নেয়ার আহবান হাসিনা-কন্যা পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক লেনদেন স্থগিত বুটেক্স-পলিটেকনিক শিক্ষার্থীদের সংঘর্ষ নির্বাচনের তারিখ ঘোষণা হবে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে : প্রেস উইং ব্যর্থ টপ অর্ডার, মুমিনুলের ফিফটির পর পথ দেখাচ্ছেন লিটন তেজগাঁওয়ে বুটেক্স ও ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বেলজিয়ামের উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ বাড়ছে এসডিজি কার্যক্রমে যুক্ত হচ্ছে ড. ইউনূসের ‘থ্রি জিরো তত্ত্ব’

সকল