গাজীপুর আদালতে আসামিদের ওপর বাদিপক্ষের হামলা আহত ১৫, অপহৃত ২
- গাজীপুর মহানগর প্রতিনিধি
- ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
জমাজমিসংক্রান্ত মামলায় আাসামিপক্ষ আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়ে বেরিয়ে যাওয়ার সময় আদালত প্রাঙ্গণে বাদিপক্ষের দ্বারা হামলায় শিকার হয়েছেন আসামিরা। এ সময় আইনজীবীদের সামনে থেকে জামিনপ্রাপ্ত দুই আসামিকে ফিল্মি কায়দায় অপহরণ করা হয়। হামলায় আইনজীবী সমিতির দুই কর্মচারী, বিচারপ্রার্থীসহ অন্তত ১৫ জন এতে আহত হয়েছেন। গতকাল দুপুর ১২টায় গাজীপুর জেলা আইনজীবী সমিতির অফিসের সামনে এ ঘটনা ঘটে। এ সময় আসামিপক্ষ আইনজীবী সমিতির অফিসে ঢুকে আশ্রয় নিলে সেখান থেকেও টেনে-হেঁচড়ে বের করে বেধড়ক মারধর করা হয়।
জানা যায়, গাজীপুরের শ্রীপুর থানার একটি মামলায় অস্থায়ী জামিনে থাকা ১৩ জন আসামি বুধবার দুপুরে আদালতে হাজির হয়ে তাদের আইনজীবীর মাধ্যমে স্থায়ী জামিনের আবেদন জানান। শুনানি শেষে আদালত যথারীতি জামিন মঞ্জুর করেন। জামিন পাওয়ার পর আসামিরা আদালত প্রাঙ্গণে তাদের আইনজীবীর জন্য অপেক্ষা করছিলেন। এ সময় মামলার বাদি নাজমুল হক ভাড়াটে সন্ত্রাসী নিয়ে আদালত প্রাঙ্গণেই আসামিদের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে আসামিরা আইনজীবী সমিতির কার্যালয়ে ঢুকে আশ্রয় নিলে সেখানে গিয়েও হামলা চালানো হয় এবং টেনে-হেঁচড়ে বের করে মারধর করা হয় তাদের। এ সময় আইনজীবীরা বাধা দিলে তাদের ওপরও আক্রমণ করা হয়। পরে আরো বেশ কয়েকজন দুর্বৃত্ত এসে জামিনপ্রাপ্ত বাবুল ও মিলন নামের দুই সহোদরকে আদালত প্রাঙ্গণ থেকে তুলে নিয়ে যায়।
আসামি তুলে নেয়ার সময় মুঠোফোনে করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
আইনজীবী ও প্রত্যক্ষদর্শীরা জানান, তাদের সামনেই আদালত প্রাঙ্গণ থেকে ফিল্মি কায়দায় আসামিকে তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বেশ কয়েকজনকে মারধরও করেছে। তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেন।
হামলার শিকার এনামুল হক জানান, জমিসংক্রান্ত বিরোধের ঘটনায় শ্রীপুর উপজেলার তেলিহাটি গ্রামের শহীদুল্লাহর ছেলে নাজমুল বাদি হয়ে থানায় তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগে মামলা করেন। ওই মামলায় বুধবার আদালত থেকে জামিন নিয়ে বের হওয়ার পর বাদি নাজমুলের নেতৃত্বে হামলা চালায়। আদালত এলাকা ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রবিন ও একই ওয়ার্ড যুবদলের যুগ্ম সম্পাদক মমিনুল হক সাগরের নেতৃত্বে বাদির ভাড়াটে সন্ত্রাসীরা এ হামলায় অংশ নেয়। হামলাকারীরা দা, চাকু, লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ঘিরে ফেললে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমাদের উদ্ধারের জন্য দুই কর্মচারী পাঠান। পরে তাদের ওপরও হামলা চালানো হয়।
জিএমপি সদর থানার ওসি মেহেদী হাসান বলেন, এখনো কেউ থানায় অভিযোগ নিয়ে আসেনি। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার নাজমুল করিম খান বলেন, আজকে যে ঘটনাটি ঘটেছে তা ফ্যাসিবাদেরই আরেকটি রূপ। দুপুরের পর থেকে পুলিশ এটি নিয়ে কাজ করছে। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদেরকে ছাড় দেয়া হবে না।