২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ শাবান ১৪৪৬
`

ঈদের আগেই শতভাগ উৎসব ভাতা চান এমপিও শিক্ষকরা

বাংলাদেশ শিক্ষাপ্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশনের জাতীয় সম্মেলনে অতিথিরা : নয়া দিগন্ত -

ঈদের আগেই এমপিও শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা, সরকারি নিয়মে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ এবং শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা প্রশাসনে বহাল তবিয়তে থাকা আওয়ামী দোসর কর্মকর্তাদের প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপির শিক্ষক সংগঠন বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্যজোট।
গতকাল বুধবার দুপুরে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার নেতৃত্বে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে সংগঠনটি।
সমাবেশে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, আওয়ামী লীগের ১৬ বছরে এমপিও শিক্ষকরা বঞ্চিত। আমরা ভেবেছিলাম এই সরকার এমপিওভুক্ত শিক্ষকদের যৌক্তিক দাবির বিষয়গুলো ইতিবাচকভাবে দেখবেন। শিক্ষা সংস্কারে কমিশন গঠন করবেন। কিন্তু তা না করে এই সরকারও শিক্ষকদের বঞ্চিত করে রেখেছেন। শিক্ষা প্রশাসনে গুরুত্বপূর্ণ পদগুলোতে এখনো আওয়ামী লীগের দোসরদের বসিয়ে রেখেছেন। যারা ঘুষ দুর্নীতির মাধ্যমে বদলি-পদায়ন বাণিজ্য করে কোটি কোটি টাকা লুটপাট করছেন।

তিনি বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই, আসন্ন ঈদের আগেই এমপিও শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা দিতে হবে। মাসের এক তারিখের মধ্যেই শিক্ষকদের বেতন-ভাতা পরিশোধ করতে হবে। এমপিও শিক্ষক-কর্মচারীদের সরকারি চাকরিজীবীদের মতো একই হারে চিকিৎসা ভাতা, বাড়ি ভাড়া দিতে হবে। একযোগে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ করতে হবে।
তিনি আরো বলেন, আমরা লক্ষ করেছি প্রায় ৯০ হাজার বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের ফাইল আটকে রয়েছে। এই সরকারের সাত মাস পার হলেও এখনো অবসর বোর্ড ও কল্যাণ ট্রাস্টের কমিটি গঠন করা হয়নি। অবিলম্বে এই কমিটি গঠন করে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ও কল্যাণ ট্রাস্টের তাদের প্রাপ্য টাকা অবসরের দিনই তা পরিশোধ করতে হবে।
সমাবেশে উপস্থিত ছিলেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের মহাসচিব জাকির হোসেন, যুগ্ম মহাসচিব এএইচএম সায়েদুজ্জামানসহ কেন্দ্রীয় নেতারা এবং বিভিন্ন স্কুল কলেজের শত শত শিক্ষক।

 


আরো সংবাদ



premium cement
ইংল্যান্ডের বিদায়, আশায় আফগানিস্তান পাটজাত পণ্যে ভারতের অ্যান্টি-ডাম্পিং শুল্কের সমাধান চায় বিজেএসএ আমরা ক্ষমতায় গেলে পুঁজিবাজারকে ধারণ করব : আমীর খসরু প্রহসনের কোনো নির্বাচনে বাংলাদেশ মুসলিম লীগ অংশ নেয়নি : আব্দুল আজিজ হাওলাদার ১-৩ গোলে হার বাংলাদেশের ব্যাংকে কত টাকা আছে জানালেন নাহিদ ইসলাম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশের বিক্ষোভ আজ ভূ-রাজনৈতিক স্বার্থে রাখাইনে স্বীকৃতি পেতে পারে আরাকান আর্মি ভোরে পুলিশের টহল কার্যক্রম পরিদর্শন স্বরাষ্ট্র উপদেষ্টার ছাত্রদের নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা বেসরকারি শিক্ষার্থীদের ইংল্যান্ডকে বিদায় করে স্বপ্ন বাঁচিয়ে রাখল আফগানিস্তান

সকল