২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪ ফাল্গুন ১৪৩১, ২৭ শাবান ১৪৪৬
`

কোমল ভাষা ও আন্তরিকতার সাথে দাওয়াত দিতে হবে

মেডিক্যাল দাওয়াহবিষয়ক সেমিনারে ড. আজহারী
-

মেডিক্যাল দাওয়াহবিষয়ক সেমিনারে ড. মিজানুর রহমান আজহারী মুসলমানদের মধ্যপন্থী জাতি হিসেবে তুলে ধরে বলেন, মুসলমানদের ভাষা হবে অত্যন্ত কোমল, তাদের বিতর্ক হবে উত্তম পন্থায়। তিনি বলেন, রাসূল সা: ছিলেন একজন জীবন্ত দায়ী, তিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে মনে হতো জীবন্ত কুরআন হেটে যাচ্ছে।
ইসলামের প্রকৃত চিত্র তুলে ধরে চিকিৎসকদের উত্তম পন্থায় রোগীদের সাথে কথা বলতে এবং চিকিৎসার পাশাপাশি ইসলামের দাওয়াত দিতেও আহ্বান জানান তিনি। ড. আজহারী হাদিসের আলোকে উত্তম পন্থায় দাওয়াত দিতে ১০টি পয়েন্ট তুলে ধরেন।

গতকাল বুধবার আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) আয়োজিত মেডিক্যাল বিষয়ক দিনব্যাপী সেমিনারে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। সম্মেলনে প্রধানত ঢাকা ও ঢাকার বাইরে থেকে আসা মেডিক্যাল পেশাজীবীরা অংশগ্রহণ করেন। তাদের মধ্যে বিপুলসংখ্যক নারীও ছিলেন। তাদের বসার জন্য দু’তলায় স্থান করে দেয়া হয়। কয়েক হাজার চিকিৎসকের সমাবেশে পিনপতন নিরবতায় ড. মিজানুর রহমান আজহারী বলেন, পবিত্র কুরআনে মহান রব আমাদের মধ্যপন্থী জাতি বলেছেন। কিন্তু এই আমরাই মাঝে আল্লাহ্র এই অভিধা ভুলে গিয়ে কখনো কখনো বাড়াবাড়ি করে ফেলি। কখনো চরমপন্থাও বেছে নিয়ে থাকি। কিন্তু ইসলাম মুসলমানদের সব সময় মধ্যপন্থা অবলম্বনের পরামর্শ দিয়েছে। তিনি বলেন, অন্যের সাথে তর্ক-বিতর্কেও উত্তম পন্থা অবলম্বনের কথা বলা হয়েছে।

মানুষকে পরিশুদ্ধ করতে রাসূল সা: ইমোশনাল ইন্টেলিজেন্স ব্যবহার করেছেন বলে জানান মিজানুর রহমান আজহারী। ইসলামের কথা বলতে ভালোবাসার সাথে বলতে আহ্বান জানান তিনি। হাদিসের আলোকে ড. মিজানুর রহমান আজহারী সঠিক সময়ে সঠিক কাজটি করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান।
সেমিনারে আরো বক্তব্য রাখেন ইসলামিক হসপিটাল কনসোর্টিয়া, ফিমার প্রধান ড. ইসহাক মাসুদ, ইনস্টিটিউট অব মেডিক্যাল এথিকস অ্যান্ড রিসার্চের শরিয়াহ বোর্ডের চেয়ারম্যান ড. মো: গিয়াসউদ্দিন তালুকদার, ইবনে সিনা ট্রাস্টের ডিরেক্টর অধ্যাপক ডা: মাহমুদ হোসেন, বিএসএমএমইউর চিকিৎসক মো: আতিয়ার রহমান প্রমুখ।


আরো সংবাদ



premium cement
ইংল্যান্ডের বিদায়, আশায় আফগানিস্তান পাটজাত পণ্যে ভারতের অ্যান্টি-ডাম্পিং শুল্কের সমাধান চায় বিজেএসএ আমরা ক্ষমতায় গেলে পুঁজিবাজারকে ধারণ করব : আমীর খসরু প্রহসনের কোনো নির্বাচনে বাংলাদেশ মুসলিম লীগ অংশ নেয়নি : আব্দুল আজিজ হাওলাদার ১-৩ গোলে হার বাংলাদেশের ব্যাংকে কত টাকা আছে জানালেন নাহিদ ইসলাম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশের বিক্ষোভ আজ ভূ-রাজনৈতিক স্বার্থে রাখাইনে স্বীকৃতি পেতে পারে আরাকান আর্মি ভোরে পুলিশের টহল কার্যক্রম পরিদর্শন স্বরাষ্ট্র উপদেষ্টার ছাত্রদের নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা বেসরকারি শিক্ষার্থীদের ইংল্যান্ডকে বিদায় করে স্বপ্ন বাঁচিয়ে রাখল আফগানিস্তান

সকল