২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ শাবান ১৪৪৬
`

অপারেশন ডেভিল হান্ট ও ডিএমপির সাঁড়াশি অভিযানে ৮৩৩ জন গ্রেফতার

-


সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে ২৪ ঘণ্টায় আরো ৬৩৯ জনকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। এ ছাড়া অন্যান্য মামলা ও ওয়ারেন্টের আরো ৯৯৯ জনসহ মোট এক হাজার ৬৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ দিকে রাজধানী ঢাকায় সাঁড়াশি অভিযানে একদিনে গ্রেফতার করা হয়েছেন ২৪৮ জনকে। গতকাল পুলিশ সদর দফতর এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়েছে।
পুলিশ হেডকোয়ার্টার্স জানায়, ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে ৬৩৯ জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে ৯৯৯ জনসহ মোট ১ হাজার ৬৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি এই সময়ে একটি বিদেশী পিস্তল, একটি এলজি, পিস্তলের ম্যাগজিন, শর্টগানের শিসা কার্তুজ, চাপাতি, বঁটি ও ছোরা জব্দ করা হয়েছে। গত ৭ ফেব্রুয়ারি গাজীপুরে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার ঘটে। এর প্রতিবাদে ঘটনার পরদিন গাজীপুরে দিনভর বিক্ষোভ ও সমাবেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। পরে দেশের সামগ্রিক নিরাপত্তাব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি থেকে গাজীপুরসহ সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়। এ দিকে গত রোববার রাত থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত ঢাকার বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে মোট ২৪৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার জানায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা বিধানে ডিএমপির ৫০০টি টহল টিম দায়িত্ব পালন করে। এ ছাড়া মহানগর এলাকার নিরাপত্তা বাড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপির ৫৪টি চেকপোস্ট পরিচালনা করা হয়। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ডিএমপির টহল টিমের পাশাপাশি মহানগরীর বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে সিটিটিসির সাতটি, অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) চারটি এবং র‌্যাবের ১০টি টহল টিম দায়িত্ব পালন করে। এ ছাড়াও পুলিশের বিশেষায়িত ইউনিট এপিবিএন ৩১টি চেকপোস্ট পরিচালনা করেছে। ডিএমপি জানায় একদিনে গ্রেফতার ২৪৮ জনের মধ্যে ১৪ জন ডাকাত, ১৬ জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী, সাতজন চাঁদাবাজ, ১১ জন চোর, ২২ জন চিহ্নিত মাদক কারবারি, ৪৪ জন পরোয়ানাভুক্ত আসামিসহ অন্যান্য অপরাধে জড়িত অপরাধী। তাদের কাছ থেকে তিনটি ছুরি, চারটি চাকু, একটি প্লার্স, একটি স্ক্রু ড্রাইভার, একটি লোহার শাবল, একটি চাপাতি, একটি দা ও দু’টি লোহার রড জব্দ করা হয়। এ ছাড়া অভিযানে জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে- ৪৯ কেজি ৮৭০ গ্রাম গাঁজা ও ৭০৪ পিস ইয়াবা।


আরো সংবাদ



premium cement
লোহাগাড়ায় বৈদ্যুতিক তারের স্পার্ক থেকে লাগা আগুনে খড়বোঝাই পিকআপ পুড়ে ছাই ফতুল্লায় নিখোঁজ শিশুর লাশ ইটভাটার ঝোঁপ থেকে উদ্ধার যাত্রাবাড়ীতে যুবককে কুপিয়ে হত্যা, ছিনতাইকারীর গুলিতে আহত ১ ছিনতাইকারী সন্দেহে টঙ্গীতে যুবককে হত্যা, উত্তরায় ২ জনকে ঝুলিয়ে গণপিটুনি একটি পরিবারকে আমানতের ৮৭ শতাংশ দেয়া হয়েছে : গভর্নর টাঙ্গাইলে বনভোজনের বাসে ডাকাতি, অস্ত্রের মুখে মালামাল লুট চীনের হাংজো দিয়াংজি ইউনিভার্সিটির সাথে ডুয়েটের সভা অনুষ্ঠিত আমিরাতে নারী জাতীয় দলের প্রথম ম্যাচ কাল নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ বুধবার কেরানীগঞ্জে পরকীয়ার জেরে গৃহবধূকে হত্যা, প্রেমিক আটক তৃতীয় ম্যাচে বাংলাদেশ কাবাডি দলের জয়

সকল