২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ শাবান ১৪৪৬
`

সরকারি রাস্তা দখলে প্রাচীর নির্মাণে বাধা দেয়ায় সংঘর্ষ : ৮ জন আহত

-


রাজধানীর ডেমরায় ডিএসসিসির ১২ ফিট পাকা রাস্তার ৬ ফিট দখল করে প্রাচীর নির্মাণের চেষ্টায় বাধা দিলে ৬৬ নং ওয়ার্ড যুবদল গ্রুপের সঙ্গে এলাকাবাসীর তুমুল সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে ডগাইর নতুনপাড়া কালু ভূঁইয়া রোডের রাইজিং সান স্কুলের কাছে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ২০২০ সালে নির্মিত ডিএসসিসির ১২ ফিট পাকা রাস্তা দখল করে প্রাচীর নির্মাণের চেষ্টা চালিয়েছে সোহরাব নামে স্থানীয় এক বিএনপি সমর্থক। এ ঘটনায় সাইদুল ভূঁইয়া ও সেকান্দর ভূঁইয়াসহ এলাকাবাসী বাধা দিতে গেলে তাদের সঙ্গে তুমুল বাগবিতণ্ডা হয় সোহরাবের। পরবর্তীতে সোহরাবের মাধ্যমে খবর পেয়ে স্থানীয় ৬৬ নং ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা ঘটনাস্থলে এসে কথা কাটাকাটির এক পর্যায়ে সাইদুল ভূঁইয়াসহ বেশ কয়েকজনকে মারধর করে। এ সময় কয়েকজন পথচারীকেও পিটুনি দেয় সন্ত্রাসী হেলাল গ্রুপের সদস্যরা। এতে এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে যুবদল নেতাকর্মীদের সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়ে। পরবর্তীতে যুবদল গ্রুপের শতাধিক নেতাকর্মী লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

৬৬ নং ওয়ার্ড যুবদল নেতা হেলাল জানান, বিচ্ছিন্ন ঝগড়ার খবর পেয়ে মীমাংসার জন্য যুবদল নেতাকর্মীরা কালু ভূঁইয়া রোডে যান। এ সময় আমাদের গ্রুপের শাহজালাল সজীবের (২৫) ডান পা কুপিয়ে মাংস খুলে ফেলা হয়েছে। একই সঙ্গে বিল্লালের (২৬) মাথায় কোপ খাওয়ায় ৮টি সেলাই দিতে হয়েছে। তাদের ডেমরা থানা পুলিশ উদ্ধার করে ঢাকা মেডিক্যালে পাঠিয়েছেন। মূলত সাইদুল ভূঁইয়া ও তার সহযোগীরা এ ঘটনা ঘটিয়েছে।

সাইদুল ভূঁইয়ার পক্ষে এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ডেমরা থানা যুবদলের সাধারণ সম্পদক পদ প্রত্যাশী আজীজের নেতৃত্বাধীন হেলাল গ্রুপ গত ৫ আগস্টের পর থেকে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়াচ্ছে। তারা মঙ্গলবার সকালে সোহরাবের পক্ষে এসে সমাজসেবক সাইদুল ভূঁইয়াকে মারধর শুরু করে। এ সময় এলাকাবাসী হেলাল গ্রুপকে প্রতিহতের সময় সাজন ভূঁইয়াকে এলোপাতাড়ি মারধরের এক পর্যায়ে মাথায় হাতুড়িপেটা করে। একই সঙ্গে সিজন নামে আরেক ছেলেকেও বেধড়ক মারধর করে আহত করে। হেলালের বিরুদ্ধে জমিজমা দখল ও চাঁদাবাজির ব্যাপক অভিযোগ রয়েছে। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠছে ৬৬ নং ওয়ার্ড বিএনপিসহ স্থানীয় বাসিন্দারা। তবে অবৈধভাবে রাস্তার উপরে স্থাপনা নির্মাণের কাজের বিষয় জানতে চাইলে সোহরাব বিষয়টি এড়িয়ে যান। এর আগেও মিনার মসজিদ সংলগ্ম সোহরাবের বাড়িতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৈদ্যুতিক খুঁটির মই থেকে পড়ে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যুর ঘটনা ঘটেছে। সেই মামলা থেকে বাঁচতে সোহরাব গং ডেমরা থানার সাবেক ওসি জহিরুল ইসলামকে ম্যানেজ করে ধামাচাপা দেয়ার অভিযোগ উঠেছিল।
এ বিষয়ে ডেমরা থানার ওসি মো: মাহমুদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও কয়েকজন আহত হয়। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।


আরো সংবাদ



premium cement
ডিএনসিসির আওতাধীন খালের টেকসই উন্নয়নে সহায়তা দেবে বিশ্বব্যাংক ইবরাহীম ঝড়ে কঠিন চ্যালেঞ্জের মুখে ইংল্যান্ড সিরিয়ায় সামরিক অবস্থানের ঘোষণা নেতানিয়াহুর, দামেস্কসহ কয়েকটি শহরে প্রতিবাদ ডিসেম্বরেই নির্বাচন করা সম্ভব : ইসি আনোয়ারুল ৩ নির্বাচনে বাংলার মানুষ ভোট দিতে পারেনি : মিয়া গোলাম পরওয়ার প্রধান উপদেষ্টার কার্যালয়ে সামনে অবস্থান নিয়েছেন জুলাই আন্দোলনে আহতরা উপদেষ্টা মাহফুজ পেলেন তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব যাকাত সমাজে ধনী-দরিদ্রের বৈষম্য দূর করে শুক্রবার সন্ধ্যায় চাঁদ দেখার আহ্বান সৌদি আরবের ন্যায়বিচার কায়েম হলেই দেশে জুলুম বন্ধ হবে : অধ্যাপক মুজিবুর রহমান রাশিয়ার সাথে শান্তিপূর্ণ পরমাণু শক্তি সম্প্রসারণে আগ্রহী বাংলাদেশ : ড. ইউনূস

সকল