২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ শাবান ১৪৪৬
`
বনশ্রীতে স্বর্ণ ছিনতাই

চালকের ইশারায় আনোয়ারকে গুলি করে দুর্বৃত্তরা

দোকান থেকে বাসার দূরত্ব ১ মিনিটের
-

রাজধানীর বনশ্রীতে আনোয়ার হোসেন (৪৩) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে তার সঙ্গে থাকা বিপুল পরিমাণ স্বর্ণ ও নগদ এক লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় আহত ব্যবসায়ী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত রোববার রাত ১০টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনীর সন্দেহ আহত আনোয়ারের গাড়ি চালকের ইশারায় দুর্বৃত্তরা আনোয়ারকে এলোপাতাড়ি গুলি করে। তদন্ত সংশ্লিষ্টরা বলেন দুর্বৃত্তদের মধ্যে সাতজনের বাইরেও একজন ছিলেন। তিনি আনোয়ারকে ইশারায় দেখিয়ে দিচ্ছেন। এরপরই আনোয়ারকে এলোপাতাড়ি গুলি করে ব্যাগ নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
স্বর্ণ ব্যবসায়ী আনোয়ারের স্ত্রী হোসনে আরা বলেন দোকান আর আমার নিজ (ভাড়া) বাসার দূরত্ব ১ মিনিটের। রাতে দোকানের মালামাল (স্বর্ণ) ও টাকা নিয়ে বাসায় আসেন আনোয়ার। প্রতিদিনের মতো রোববার রাতেও সবকিছু নিয়ে বাসায় আসছিলেন তিনি। এক ছেলে ও দুই মেয়ে নিয়ে দুই রুম নিয়ে বনশ্রী ডি ব্লকের একটি বাসায় ভাড়া থাকতেন তারা। দেশের পরিস্থিতি খারাপের কথা বলে রোববার রাত ৯টার দিকে বাসার দারোয়ান (নিরাপত্তাকর্মী) বলছিলেন, ভাইকে আজ একটু আগে আসতে বইলেন। দেশের অবস্থা ভালো না। রাতে আনোয়ার বাসার আগ মুহূর্তে গেটের সামনে দু’টি মোটরসাইকেলও দেখেন দারোয়ান পিয়ারুল ইসলাম। পরে গেট তালা দেয় সে। ঠিক এর পাঁচ মিনিট পর আনোয়ারের বাসায় আসলে তাকে ঘিরে ধরে মোটরসাইকেল আরোহী সাত দুর্বৃত্ত। সঙ্গে থাকা স্বর্ণ ও টাকা না দেয়ায় আনোয়ারকে তিনটি গুলি ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে। তখন আশেপাশের কেউ এগিয়ে আসেনি। বাসার দারোয়ানও গেট খোলে নাই। সবাই শুধু দেখছে।
এই ঘটনায় প্রায় একদিন পার হয়ে গেলেও কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে এই ঘটনায় পুলিশের পাশাপাশি র‌্যাব, ডিবিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা কাজ করছে। থানায় মামলা বা কোনো অভিযোগ না দেয়া হলেও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, গাড়ির নম্বর ট্রাকিং করে তদন্ত চলছে। এ ছাড়াও বাড়ির মালিক বা দারোয়ানের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা নিয়ে তদন্ত করছে পুলিশ।
গতকাল দুপুরে এই ঘটনার বিষয়ে জানতে চাইলে রামপুরা থানার ওসি আতাউর রহমান বলেন ঘটনাটি পূর্বপরিকল্পিত বলে মনে করছেন তারা। এই ঘটনায় মোট সাতজন সরাসরি জড়িত। তাদের ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে। গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে।
ওই বাড়ির দারোয়ান পিয়ারুল ইসলাম কাঁদো কাঁদো কণ্ঠে বলেন ‘সবাই আমাকে দোষ দিচ্ছে। বলছে বাসার গেট খুলি নাই কেন। বাড়ির দায়িত্বে থাকা রেজওয়ান স্যারের নির্দেশে গোলাগুলির ঘটনার আগে আমি সবাইকে সচেতন করেছি, যে দেশের অবস্থা ভালো না। সবাই যেন রাত ১১টার মধ্যে বাসায় আসেন। এর ৫ থেকে ১০ মিনিট পরই এই গোলাগুলির ঘটনা হয়। আমি ভয় পেয়ে যাই। কী দিয়ে কী হয়ে গেছে বুঝিনি।’
বনশ্রীর এফ ব্লকের বাসিন্দা তানভীর হোসেন বলেন যারা ব্যবসা করেন তাদের দোকান বা ব্যবসা থেকে রাত ১১টার পরে বের হতে হয়। সামনে ঈদ, সবারই রাতে কাজ থাকবে; কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি এমন হয় তাহলে আমরা আতঙ্কে ঘর থেকে বের হতে পারব না। এ ছাড়া বনশ্রী সোসাইটির নেতারা যখন নির্বাচন করেন, তখন তারা ওয়াদা করেন বনশ্রীর প্রতিটি রোডে সিসি ক্যামেরা বসানোর কথা থাকলেও তার কোনো খবর নেই। সোসাইটির নিরাপত্তাকর্মীরাও সঠিক দায়িত্ব পালন করেন না বলে অভিযোগ করেন তিনি।
স্বর্ণ ব্যবসায়ী চিকিৎসাধীন আনোয়ার সাংবাদিকদের জানান গত এক সপ্তাহ আগে ডিবি পরিচয় দিয়ে আমাকে নানাভাবে ভয় ভীতি দেখায় দুর্বৃত্তরা। আমাকে বলেছিল আমি নাকি অবৈধ স্বর্ণ কিনি। আমার নামে নাকি মামলা আছে। এসব কথা বলে তারা আমার কাছ থেকে বিকাশের মাধ্যমে ৩০ হাজার টাকা নেয়। পরে তাদের আরো ১০ হাজার টাকা দেয়ার কথা ছিল। তখন আমি তাদের ফোন দেই যে, ভাই সরাসরি এসে ১০ হাজার টাকা নিয়ে যান। তখন ওই ব্যক্তি ফোনের ওপার থেকে জানায় ‘আমি ঢাকার বাইরে আছি, পরে এসে দেখা করব।’ এরপর আমি আবার ফোন দিলে অপর প্রান্ত থেকে বলেছিল ‘ভাই আমার সিমটি হারিয়ে গিয়েছিল ওই লোকটি প্রতারক ছিল’। আমাকে তিনটি নম্বর থেকে ফোন দিয়েছিল সে নম্বরগুলো হলো ০১৯৪১৮৯৫৫২০, ০১৭০৭২২৯০৯৫, ০১৮৪৬৭৪০৭৪৭।
আনোয়ারের বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা: মোস্তাক আহমেদ বলেন, তার কাঁধে একটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। যার কারণে তিনি ওই হাতটি এখন নড়াচড়া করতে পারছেন না। তবে সেখানে অপারেশন করা হয়েছে। এখন পর্যন্ত এক্স-রে করে আমরা তার শরীরের ভেতরে গুলি আছে সেটি এখনো দেখতে পাইনি। ধারণা করছি তার অণ্ডকোষে একটি গুলি লেগেছে। সেটির অপারেশন করা হবে। আবারো তার অণ্ডকোষ ও কোমরে এক্স-রে করা হবে। তাহলে বলা যাবে সম্পূর্ণভাবে যে তার শরীরে কোনো গুলি এখনো আছে কি নাই। তবে তিনি এখন সুস্থ আছেন।


আরো সংবাদ



premium cement
সাবেক প্রতিমন্ত্রী পলক তিন মামলায় ১২ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে যা লিখেছেন নাহিদ ইসলাম আগে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা নয় : জয়নাল আবেদীন ফারুক রমজানে ব্যাংক লেনদেন সকাল সাড়ে ৯টা থেকে আড়াইটা পর্যন্ত অভ্যুত্থানে আহতদের চিকিৎসা গ্রহণে বাধা দেয়া হয় : ওএইচসিএইচআর সাবেক আইজিপি নূর মোহাম্মদের দেশত্যাগে নিষেধাজ্ঞা এক হাজার ২৭৮ কোটি টাকায় গম-সার-এলএনজি ক্রয়ের ৪ প্রস্তাব অনুমোদন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হলেন ৪৪ জন পরিবারসহ নাঈমুল ইসলাম খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা কেমন কাটছে যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর জীবন পরিবারসহ শামীম ওসমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সকল