২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ শাবান ১৪৪৬
`

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের পদযাত্রা

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীরা মন্ত্রণালয় ঘেরাও করতে চাইলে পুলিশ বাধা দেয় : নয়া দিগন্ত -

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো: জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবি জানিয়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। এই সময়ের মধ্যে তিনি পদত্যাগ না করলে আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মশাল মিছিল বের করার ঘোষণা দিয়েছেন তারা।
গতকাল বিকেল ৪টার দিকে শিক্ষাভবনের সামনে ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ’-এর ব্যানারে নতুন এই কর্মসূচি ও আলটিমেটাম দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আদ্রিতা রায়।
আদ্রিতা রায় বলেন, আমরা প্রত্যেকে গণ-অভ্যুত্থানের অংশীদার, গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী। স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের রক্তের ওপর দাঁড়িয়ে বসে আছেন। কিন্তু তিনি তার দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। এমন পরিস্থিতিতে কঠোর কর্মসূচি ঘোষণা করা ছাড়া আর কোনো পথ নেই। তাই আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার ব্যর্থতার জন্য জাতির কাছে মা চেয়ে পদত্যাগ করতে হবে। তা না হলে রাজু ভাস্কর্য থেকে সর্বোচ্চ জনবল নিয়ে মশাল মিছিল বের করব। সেই মিছিল থেকে আমরা আমাদের ৯ দফা বাস্তবায়নের লড়াই বেগবান করব।
এর আগে, গতকাল দুপুরে রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে জমায়েত হয়ে দেশের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে একটি বৃহৎ পদযাত্রা বের করেন। মিছিলটি শহীদ মিনার থেকে শুরু হয়ে ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অতিক্রম করে। পদযাত্রাটি টিএসসি, দোয়েল চত্বর হয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে যেতে চাইলে বেলা ৩টার দিকে শিক্ষা ভবনের সামনে এলে পুলিশের বাধার মুখে পড়ে। পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের পদযাত্রা আটকে দেয়।
এ দিকে, পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তাব্যবস্থা শক্তিশালী করেছে এবং কোনো রকম অপ্রত্যাশিত ঘটনা এড়াতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থানে রয়েছে।
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আলটিমেটাম চট্টগ্রামের শিক্ষার্থীদের
চট্টগ্রাম ব্যুরো জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে চট্টগ্রামের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। পাশাপাশি সাম্প্রতিক ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এ সবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার আহ্বানও জানান তারা।
গতকাল বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর জেলা ও দক্ষিণ জেলা শাখার উদ্যোগে ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে এ হুঁশিয়ারি দেন বক্তারা। এতে গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের ভবিষ্যৎ পথচলা ও তরুণদের ভূমিকা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নগর কমিটির আহ্বায়ক রিজাউর রহমান। এ ছাড়াও বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর সদস্য সচিব নিজাম উদ্দিন, মুখ্য সংগঠক তাওসিফ ইমরোজ, মুখপাত্র ফাতেমা খানম লিজা, উত্তর জেলা আহ্বায়ক ইয়াছির আরফিন চৌধুরী, দক্ষিণ জেলার আহ্বায়ক জোবাইর হোসেন, মহানগরের সিনিয়র যুগ্ম সদস্য সচিব রাশেদুল আলম, মহানগর যুগ্ম মুখ্য সংগঠক ফরহাদ বিন হাবিব ইমন, উত্তর ও দক্ষিণ জেলার সদস্য সচিব মো: রইছ উদ্দিন ও তৌহিদুল ইসলাম।


আরো সংবাদ



premium cement
সোনাগাজীতে ধর্ষণে অভিযুক্ত হারুন শাহ আমানত বিমানবন্দর থেকে গ্রেফতার স্পট মার্কেট থেকে এক কার্গো এলএনজি ক্রয় করবে সরকার রাজবাড়ীর পাংশায় ট্রাকের ধাক্কায় পথচারী মৃত্যু নাহিদের পদত্যাগ নিয়ে যা বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ সাভারে ব্যাটারি বিস্ফোরণে ২ শ্রমিক নিহত কুষ্টিয়ায় কবর থেকে ২টি কঙ্কাল চুরি সাবেক প্রতিমন্ত্রী পলক তিন মামলায় ১২ দিনের রিমান্ডে পদত্যাগপত্রে যা লিখেছেন নাহিদ ইসলাম আগে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা নয় : জয়নাল আবেদীন ফারুক রমজানে ব্যাংক লেনদেন সকাল সাড়ে ৯টা থেকে আড়াইটা পর্যন্ত অভ্যুত্থানে আহতদের চিকিৎসা গ্রহণে বাধা দেয়া হয় : ওএইচসিএইচআর

সকল