২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`
চট্টগ্রামে আইইবির সংবর্ধনায় বক্তারা

বিপ্লব ধরে রাখতে না পারলে ফের ফ্যাসিবাদ পুনর্বাসন হবে

-

ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো যেভাবে একসাথে লড়ে বিপ্লব ছিনিয়ে এনেছে, সেটি কোনোভাবে ব্যাহত করা যাবে না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়ে কোনো ধরনের আপস করা যাবে না। সবাইকে ঐকমত্য থাকতে হবে। না হয় আবারো ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ সৃষ্টি হবে।
গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের আবদুল খালেক মিলনায়তনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) চট্টগ্রাম কেন্দ্রের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইইবি সাধারণ সম্পাদক প্রকৌশলী খান আমিনুর রহমান, প্রকৌশলী সাখাওয়াত হোসেন, প্রকৌশলী রফিকুল ইসলাম, প্রকৌশলী কাজী আরশেদুল ইসলাম, প্রেস ক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য গোলাম মওলা মুরাদ, প্রকৌশলী সাজ্জাদ হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক এস এম. নছরুল কদির প্রমুখ। বক্তারা আরো বলেন, ৫ আগস্ট বিপ্লবের প্রেক্ষাপট ছিল সম্পূর্ণ ভিন্ন। ওই সময় পৃথিবীর নিকৃষ্টতম ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে ১৮ কোটি মানুষের মধ্যে ১২ কোটি মানুষ রাস্তায় নেমেছিল। এই পরিবর্তন ছিল ফ্যাসিবাদ বিরোধী বিশাল ঐক্যের পরিবর্তন। এই পরিবর্তন ধরে রাখতে হলে প্রতিটি পেশার ক্ষেত্রে ঐক্যের সম্প্রীতি বাড়াতে হবে।

প্রেস ক্লাবের অন্তবর্তীকালীন কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কচি বলেন, বিপ্লবের পর আইইবির নতুন কমিটি গঠনের মধ্যদিয়ে স্বস্তি ফিরে এসেছে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে। এই ধারা অব্যাহত রাখতে হবে। অভ্যন্তরীণ অন্তর্কোন্দল না রেখে সবাইকে ঐকমত্যের ভিত্তিতে কাজ করতে হবে।
আইইবির চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান মনজারে খোরশেদ আলম বলেন, সাড়ে ১৫ বছর ধরে আমরা নির্বাচন করতে পারিনি। কেন্দ্রে ঢুকতেও দেয়নি। এমনকি নির্বাচনে দাঁড়ানোর চেষ্টা করলে হুমকি ও সাদা কাগজে স্বাক্ষর নিয়ে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখত ফ্যাসিবাদী গোষ্ঠী। তারা শুধু আইইবি নয়, দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে এভাবে ধ্বংস করে দিয়েছে। ৫ আগস্টের পর সেই কালো অধ্যায় পরিবর্তন হয় নতুন কমিটি গঠনের মাধ্যমে।
অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) চট্টগ্রামের সভাপতি প্রকৌশলী জানে আলম সেলিম বলেন, সকল প্রকৌশলীদের একটি আস্থার জায়গা আইইবি। এখান থেকে প্রকৌশলীদের সনদ দেয়া হয়। এই পরিচয়ে এসব প্রকৌশলীরা কর্মক্ষেত্রে তাদের ক্যারিয়ার গঠন করে। সম্প্রতি দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অস্থিরতা সৃষ্টি হয়েছে সেখানে ‘র’ এর একটি ষড়যন্ত্রের অংশ। সবাইকে সাবধানে কাজ করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধরে রাখতে হবে। বারবার এই স্বাধীনতা আসবেনা। এটি ধরে রাখতে হবে।


আরো সংবাদ



premium cement