২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাবিতে নারী প্রয়াসের আলোচনা সভা

-

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সম্মিলিত নারী প্রয়াস আয়োজিত এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদের আরসি মজুমদার মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।
সভাটি পরিচালনা করেন নারী প্রয়াসের সেক্রেটারি এবং লালমাটিয়া মহিলা কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান ড. ফেরদৌস আরা খানম বকুল। সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত নারী প্রয়াসের সভাপতি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামিমা তাসনিম।
সভায় বক্তারা মাতৃভাষার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বক্তারা বলেন, মাতৃভাষাকে হৃদয়ে লালন করলে তা জাতির গৌরব বাড়াবে এবং বিশ্বসম্প্রদায় এর ত্যাগ ও সংগ্রামকে সম্মান জানাবে। এ ছাড়াও সভায় ভাষা রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় সঙ্কল্প পুনর্ব্যক্ত করা হয়।
সভাপতির বক্তব্যে ড. শামিমা তাসনিম বলেন, মাতৃভাষায় শ্রেষ্ঠত্ব অর্জন না করলে কেউ অন্য ভাষায় শ্রেষ্ঠত্ব অর্জন করতে পারবে না। কেননা আমার আমাদের মায়ের ভাষায় অধিকারের কথা প্রকাশ করতে পারি। অতীতে আমাদের সেই অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। মতামত প্রকাশে বাধা দেয়া হয়েছে। এর জন্যই ২৪ এর এই আন্দোলন সংগ্রাম। এর আগেও ৫২ সালে এর জন্য আন্দোলন করেছি। ৭৫ সালে বাকশাল কায়েমের মাধ্যমে আমাদের ভাষাকে কেড়ে নেয়া হয়েছিল। এভাবেই আমরা যুদ্ধ করেই আমাদের মায়ের ভাষাকে টিকিয়ে রেখেছি। এ সময় মাতৃভাষায় কুরআন শেখার গুরুত্ব এবং ভাষার মাধ্যমে সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য রক্ষার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

প্রধান অতিথি হিসেবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি প্রফেসর ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন উপস্থিত ছিলেন। তিনি বলেন, বাংলা ভাষার মৌলিকত্ব বজায় রাখতে আমাদেরই দায়িত্ব। আন্তর্জাতিক ভাষা জানার গুরুত্ব অপরিসীম, তবে মাতৃভাষার সম্মান সর্বোচ্চ হওয়া উচিত।
জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে কথা বলার স্বাধীনতা পুনরায় ফিরে পাওয়া গেছে বলে উল্লেখ করে তিনি বলেন, আজকের এই সভায় মাতৃভাষা নিয়ে আলোচনা করছি, কিন্তু গত কয়েক দিন আগেও এটি সম্ভবপর ছিল না। আমি একটি রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক তবুও রাষ্ট্র নিয়ে কথা বলার অধিকার কেড়ে নেয়া হয়েছিল। বই লেখার কারণে আমার নামে মামলাও হয়েছে। জুলাই অভ্যুত্থানে দেড় হাজার শিক্ষার্থী জীবন ও ত্রিশ হাজারেরও বেশি শিক্ষার্থীর পঙ্গুত্ববরণের মধ্য দিয়ে অধিকার ফিরে পেয়েছি। তিনি বাংলা ভাষার ইতিহাস ও সংগ্রামের ওপর গুরুত্বারোপ করেন এবং ভাষা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
নারী প্রয়াসের সহকারী সেক্রেটারি ও এভাররোজ ইন্টারন্যাশনাল স্কুলের ভাইস প্রিন্সিপাল মাহসিনা মমতাজ মারিয়া ভাষা দিবসের সঠিক ইতিহাস তুলে ধরে ‘ভাষা যেভাবে সংগ্রাম হলো’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন। আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন নারী প্রয়াসের সহসভাপতি ডা: ফাতেমা ইয়াসমিন, ড. আবিদা সুলতানা, সহকারী সেক্রেটারি সাহেল মোস্তারী, ইঞ্জিনিয়ার নিয়ামা ইসলাম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বিভিন্ন শ্রেণী-পেশার নারী ও সুধীবৃন্দ।


আরো সংবাদ



premium cement
জার্মান নির্বাচনে ভোটগ্রহণ শুরু ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচার করতে হবে : রফিকুল ইসলাম খান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে পৃথক অধিদফতর গঠনের সুপারিশ ২৫ ফেব্রুয়ারিকে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ ঘোষণা কুষ্টিয়ার-দৌলতপুরে চরাঞ্চলের সাইফ বাহিনীর প্রধান আটক শিল্প মন্ত্রণালয়ের সচিব হলেন ওবায়দুর রহমান কোনো চাপ বা কারো নির্দেশনায় কাজ করবে না নির্বাচন কমিশন : ইসি ফুলবাড়ীতে পিকনিকের বাস উল্টে আহত ১৬ পবিপ্রবিতে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২ দাউদকান্দিতে স্কুলশিক্ষকের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ নেত্রকোনায় ফিরছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর

সকল