২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

মেডিক্যাল কলেজ ও হাসপাতালগুলোতে এক সাথে শাটডাউনের হুমকি শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকদের

-

এমবিএস ও বিডিএস ছাড়া নামের আগে কেউ ডাক্তার লিখতে পারবে না নিশ্চিত করা এবং ম্যাটস শিক্ষার্থীদের স্যাকমো পদবি রহিতসহ ৫ দফা দাবিতে কর্মবিরতি পালন করছে রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালসহ বেসরকারি তিনটি হাসপাতালের শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। দাবি না মানলে দেশের সব মেডিক্যাল কলেজ ও হাসপাতাল শাট ডাউন করার হুমকি দিয়েছেন তারা।
গতকাল শনিবার দুপুরে রংপুর মহানগরীর মেডিক্যাল মোড়ে সড়ক অবরোধ কর্মসূচি থেকে এই হুমকি দেয় তারা। এর আগে রংপুর মেডিক্যাল কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে মেডিক্যাল মোড়ে আসেন তারা। মিছিল ও অবরোধে যোগ দেন বেসরকারি রংপুর কমিউনিটি মেডিক্যাল ও হাসপাতাল, প্রাইম মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং আর্মি মেডিক্যাল কলেজের শিক্ষর্থী ও ইন্টার্ন চিকিৎসকরা। সেখানে প্রায় আধা ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। এ কারণে রংপুরের সাথে দিনাজপুর, নীলফামারী ও ঠাকুরগাঁও জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায় আধা ঘণ্টা। এ সময় বক্তব্য রাখেন ইন্টার্ন ডাক্তারদের মধ্যে রংপুর মেডিক্যাল কলেজের সমন্বয়ক মাহফুজুর রহমান ও ডা: আবু রায়হান, কমিউনিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের সমন্বয়ক মো: রাশিদ সাবাব (নাসিফ), আর্মি মেডিক্যাল কলেজ হাসপাতালের ডা: নাহিদ আল হাসান, শিক্ষার্থীদের মধ্যে রংপুর মেডিক্যালের ৫ম বর্ষের শিক্ষার্থী সাদিক শাহরিয়ার, প্রাইম হাসপাতালের ৫ম বর্ষের শিক্ষার্থী সিগবাতুল ইসলাম প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ‘ম্যাটস শিক্ষার্থীরা এইচএসসি পড়ে না। ৪ বছরের একটা ডিপ্লোমা করে। কিন্তু তারা ডাক্তার হতে চায়। এটি ঠিক নয়। ওদের কারণে চিকিৎসা ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে। ভুল চিকিৎসা হচ্ছে। এন্টিবায়েটিক কাজ করছে না। মেডিক্যাল শিক্ষার্থীরা ৫ বছর পড়ে ইন্টার্ন করে চিকিৎসক হয়। আর তারা শাহবাগে আন্দোলন করে চিকিৎসক হতে চায়। এটা অনৈতিক।
রংপুর কমিউনিটি মেডিক্যাল কলেজের সমন্বয়ক ইন্টার্ন ডাক্তার মো: রাশিদ সাবাব (নাসিফ) বলেন, এই পরিস্থিতির উত্তরণে বিএমডিসির করা রিট ৭২ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। দাবি না মানলে সারা বাংলাদেশ শাট ডাউন করে দেয়া হবে।
এদিকে একই দাবিতে রংপুরসহ বিভাগের সব সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে কর্মবিরতি চলমান আছে। শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করেছেন। ইন্টার্ন চিকিৎসকরা সেবা দেয়া বন্ধ রেখেছেন। ফলে অচলাবস্থা বিরাজ করছে ক্যাম্পাসগুলোতে।

 


আরো সংবাদ



premium cement
উত্থান দিয়ে সপ্তাহ শুরু, সূচক বেড়েছে ঢাকা-চট্টগ্রাম পুঁজিবাজারে রাষ্ট্রীয়ভাবে ব্যাংক লুটের ঘটনা একমাত্র বাংলাদেশেই ঘটেছে : গভর্নর ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ ইলন মাস্ককে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধান উপদেষ্টার মৌলভীবাজারে জঙ্গল থেকে যুবকের লাশ উদ্ধার জাতীয় পতাকা নিয়ে হেঁটে দেশ ভ্রমণে দুই হাফেজ ‘রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে জাতিসঙ্ঘ স্পষ্ট রোডম্যাপ তৈরি করুক’ সোনারগাঁওয়ে এসির কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ হয়ে দুই শ্রমিক নিহত জার্মান নির্বাচনে ভোটগ্রহণ শুরু ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের বিচার করতে হবে : রফিকুল ইসলাম খান স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে পৃথক অধিদফতর গঠনের সুপারিশ

সকল