২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

রাজশাহীর পদ্মাপাড়ে মুখে স্কচ টেপ প্যাঁচানো ব্যবসায়ীর লাশ উদ্ধার

-

রাজশাহীর পদ্মাপাড়ে মুখে স্কচ টেপ প্যাঁচানো অবস্থায় এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়েছে। ওই ব্যবসায়ীর নাম আবুল বাসার ওরফে মিন্টু (৩৫)। তিনি নগরীর মির্জাপুর পূর্বপাড়া মহল্লার বাসিন্দা ও কসিম উদ্দিনের ছেলে। বিনোদপুর বাজারে তার ইলেকট্রিকের দোকান রয়েছে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে এবং কে বা কারা এ ঘটনার সাথে জড়িত সে সম্পর্কে এখনো কেউ নিশ্চিত হতে পারেনি।
নগরীর রাজপাড়া থানার ওসি আশরাফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে লাশের ছবি ছড়িয়ে পড়লে নিহতের স্বজনরা তাকে শনাক্ত করেন। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ব্যবসায়ী আবুল বাসার নিখোঁজ ছিলেন। শুক্রবার বিকেলে নগরীর লালন শাহ মুক্ত মঞ্চসংলগ্ন এলাকায় কাশবনে বাসারের লাশ দেখতে পান লোকজন। পরে পুলিশকে জানানো হয়। নিহত বাসারের মুখ পলিথিন দিয়ে ঢেকে তার ওপর স্কচ টেপ প্যাঁচানো ছিল। তার পরনে প্যান্ট, গেঞ্জি এবং জ্যাকেট ছিল। আর চোখে ছিল চশমা।
ওসি আরো জানান, আলামত দেখে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন।

 

 


আরো সংবাদ



premium cement