২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`

বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলায় সাবেক নারী কাউন্সিলর গ্রেফতার

-


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট হত্যা মামলায় গ্রেফতার হয়েছেন, ঢাকা মহানগর উত্তরের যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক নারী কাউন্সিলর শামীমা আক্তার।
অন্য দিকে আন্দোলন চলাকালে রাজধানীর বংশাল এলাকায় মনিরুল ইসলাম অপু নামে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় আসামি সাইদুর রহমান সরদারকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ও র‌্যাব পৃথক অভিযানে তাদের গ্রেফতার করে।

পুলিশ জানায়, শামীমা আক্তারকে বৃহস্পতিবার রাতে তেজগাঁও তেজকুনিপাড়া এলাকা থেকে গ্রেফতার করে তেজগাঁও থানা পুলিশ।
গ্রেফতার শামীমা আক্তার ডিএনসিসির মহিলা সংরক্ষিত (২৬, ২৭ ও ২৮) নম্বর ওয়ার্ড কাউন্সিলর ছিলেন। জুলাই আন্দোলনের পর থেকে তিনি আত্মগোপনে চলে যান।
তেজগাঁও থানা পুলিশ বলছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত এক শিক্ষার্থীর পরিবারে হামলা, ভাঙচুর ও বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার শামীমার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তদন্তে উঠে এসেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করতে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। তেজগাঁও থানায় তার বিরুদ্ধে দু’টি মামলা রয়েছে।
তেজগাঁও থানার ইন্সপেক্টর (তদন্ত) নাজমুল শাহ বলেন, সাবেক মহিলা ওয়ার্ড কাউন্সিলরকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয়া হয়েছে।
র‌্যাব-১০-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার জানান, বংশালের অপু হত্যা মামলার আসামি সাইদুর রহমান মামলা দায়েরের পর থেকে আত্মগোপনে ছিলেন।

মামলার অভিযোগে বলা হয়, গত বছরের ৫ আগস্ট বংশাল থানাধীন এলাকায় কোটা সংস্কার ও বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেয় ছাত্রছাত্রী ও সাধারণ জনগণ। এ সময় কিছু অস্ত্রধারী আন্দোলনকারীদের ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। তাদের কাছে ছিল আগ্নেয়াস্ত্র, রামদা, চাপাতি, হকিস্টিক ও লাঠিসোটা। এ হামলায় মনিরুল ইসলাম অপু (৫৫) পেটের বাম পাশে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।
পরে নিহত মনিরুলের ছেলে বাদি হয়ে বংশাল থানায় হত্যা মামলা দায়ের করেন। বৃহস্পতিবার রাতে র‌্যাব-১০-এর আভিযানিক দল ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন কলাতিয়া গ্রামীণ ব্যাংক রোড এলাকায় অভিযান চালিয়ে সাইদুর রহমান সরদারকে গ্রেফতার করে।
গ্রেফতার সাইদুর রহমানের বিরুদ্ধে শরীয়তপুরের জাজিরাসহ একাধিক থানায় বিভিন্ন মামলা রয়েছে।


আরো সংবাদ



premium cement