যৌথবাহিনীর সাথে গোলাগুলির ঘটনায় ২ মামলা
গ্রেফতার ৫ জন ২ দিনের রিমান্ডে- নিজস্ব প্রতিবেদক
- ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
রাজধানীর মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানে বন্দুকযুদ্ধে দুই জন নিহত ও অস্ত্র উদ্ধারের ঘটনায় পৃথক দু’টি মামলা করেছে পুলিশ। গত বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাতে হত্যা ও সরকারি কাজে বাধা দেয়া এবং অস্ত্র আইনে মামলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মেহেদী হাসান বলেন, দু’টি মামলাতেই অভিযানকালে আটক পাঁচজনসহ পলাতক অজ্ঞাত আরো ২০-২২ জনকে আসামি করা হয়েছে। আটক পাঁচজনের সাত দিনের রিমান্ড চেয়ে গতকাল আদালতে পাঠানো হয়। পরে গ্রেফতার সবাইকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নিহতরা হলেন- জুম্মন (২৫) ও মিরাজ হোসেন (২৬)। আর অস্ত্র-গুলিসহ গ্রেফতার পাঁচজন হলেন- মো: মিরাজ (২৫), আল আমিন (২৪), মোহাম্মদ হোসেন (২৩), মোমিনুল (২০) ও মেহেদি হাসান (১৯)।
গত বুধবার গভীর রাতে ছিনতাইয়ের প্রস্তুতি চলার তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের চাঁদ উদ্যানের পাঁচ নম্বর রোডের এক বাড়িতে অভিযানে যায় যৌথবাহিনী। সে সময় বাহিনীর সদস্যরা একটি গলির দুই পাশ ঘেরাও করলে সন্ত্রাসীরা অতর্কিত গুলি করে। আইএসপিআর জানায়, যৌথবাহিনী আত্মরক্ষার্থে পাল্টা ব্যবস্থা নেয় এবং পাঁচ সন্ত্রাসীকে অস্ত্রসহ আটক করে। পরে ওই বাড়িতে তল্লাশি চালিয়ে ছাদের ওপর থেকে জুম্মন ও মিরাজের লাশ উদ্ধার করা হয়। আর আটক ব্যক্তিদের কাছ থেকে একটি পিস্তল, গুলি ও চাপাতি উদ্ধার করা হয়।
এ বিষয়ে মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা বলেন, দুইজন নিহতের ঘটনায় মারা গেছেন। তাই একটি হত্যা মামলা হয়েছে। আর আগ্নেয়াস্ত্রসহ দেশীয় অস্ত্র উদ্ধারের ঘটনায় পৃথক আরেকটি মামলা হয়েছে।