২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯ ফাল্গুন ১৪৩০, ২২ শাবান ১৪৪৬
`
ফেসবুকে কুয়েটের ঘটনার নিন্দা জানানোর জের

টঙ্গীতে শিবিরকর্মীকে নির্যাতনের ঘটনায় ছাত্রদলকর্মী গ্রেফতার

টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার শিক্ষার্থীকে ছাত্রদল কর্মীরা তুলে নিয়ে মারধরের প্রতিবাদে বিক্ষোভ। (ইনসেটে) আহত ফজলে রাব্বি : নয়া দিগন্ত -


কুয়েটের ঘটনায় নিন্দা জানিয়ে ফেসবুকে পোস্ট দেয়ায় টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার একজন ছাত্রকে ধরে নিয়ে মারধর করার ঘটনায় জুনায়েদ আহম্মেদ মামুন ওরফে ভূঁইয়া মামুন (১৮) নামে ছাত্রদলের এক কর্মীকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় জনতা ঘটনার সময় গত বৃহস্পতিবার রাতে তাকে হাতেনাতে আটক করে পুলিশে দেয়। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে থানায় মামলা হয়েছে। মামলায় মোট ১৫ আসামির মধ্যে ৮ জনের নামোল্লেখ করা হয়েছে। আসামিরা সবাই স্থানীয় ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত বলে জানা গেছে।

এদিকে এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার তাৎক্ষণিকভাবে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল করে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। অপর দিকে ছাত্রদলের ওপর ‘ঘটনার দায়’ চাপানোর প্রতিবাদে গাজীপুর মহানগর ছাত্রদল শুক্রবার বিকেলে টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল করে।
মামলার বাদি আহত ফজলে রাব্বি জানায়, তার সহপাঠী ছাত্রদলকর্মী জুনায়েদ আহম্মেদ মামুন ওরফে ভূঁইয়া মামুন গত বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টায় ফোনে ও ম্যাসেঞ্জারে তাকে টঙ্গী তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার দক্ষিণ পাশের সিএনজি পাম্পে যেতে বলে। সে যেতে রাজি না হলে তাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। এতে পরবর্তীতে ঝামেলা হতে পারে এ ভয়ে অবশেষে সে সেখানে যেতে বাধ্য হয়। পাম্পে যাওয়ার পর সেখানে পূর্ব থেকে অবস্থান করা ছাত্রদলের কয়েক কর্মী তাকে টানাহেঁচড়া করে মহাসড়কের পূর্ব পাশে বাঁশপট্টিতে নিয়ে যায়। সেখানে বাঁশের একটি ঘরে তাকে প্রায় এক ঘণ্টা আটকে রেখে মারধর করে এবং হাতে সিগারেট ধরিয়ে দিয়ে শিবির করে না মর্মে জোরপূর্বক স্বীকারোক্তি নেয়। এর পর তার পরিবারের কাছ থেকে দশ হাজার টাকা মুক্তিপণ আনার জন্য চাপ দেয়। এ সময় তাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করলে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ছাত্রদলকর্মীরা পালিয়ে যায়।

এ সময় স্থানীয় জনতা ছাত্রদলকর্মী মামুনকে ধরে পুলিশে সোপর্দ করে এবং আহত ফজলে রাব্বিকে উদ্ধার করে টঙ্গী জেনারেল হাসপাতালে পাঠায়। এ ঘটনায় আহত ফজলে রাব্বি বাদী হয়ে রাতেই ৮ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরো ৬-৭ জনের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় টঙ্গী পূর্ব থানা ছাত্রদলের সভাপতি প্রার্থী ফজলে রাব্বিকে প্রধান আসামি করা হয়েছে। এ ফজলে রাব্বির নেতৃত্বেই সন্ধ্যার পর আলোচিত বাঁশপট্টিতে মাদকের আড্ডা ও ওই এলাকায় ছিনতাই হয় বলে ছাত্রদের অভিযোগ। তার নির্দেশেই শিবির কর্মীকে তুলে নিয়ে মারধর করা হয়েছে বলে মামলার আরজিতে অভিযোগ করা হয়। মামলার অপর আসামিরা হলো জুনায়েদ আহম্মেদ মামুন (১৮), সামি শিকদার (১৮) সাজ্জাদ (১৮), নাহিয়ান (১৮), রাশেদ আহম্মেদ (২০), নাবিউল (১৮), মাহফুজ (১৮)। এ আসামিরা আহত ফজলে রাব্বির সহপাঠী বলে জানা গেছে। তাদের মধ্যে আটক জুনায়েদ আহম্মেদ মামুন ওরফে ভূঁইয়া মামুনকে ছাত্রদলের বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের ছবি ও তার মাদক গ্রহণের একাধিক ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হতে দেখা গেছে।

এ দিকে শিবিরকর্মীর ওপর হামলার প্রতিবাদে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার সাধারণ শিক্ষার্থীরা বৃহস্পতিবার রাতেই মাদরাসার প্রধান ফটক থেকে বেরিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন। পরে তারা মাদরাসার প্রধান ফটকের সামনে মহাসড়ক অবরোধ করে সমাবেশ করেন এবং দোষীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান।
অপর দিকে গাজীপুর মহানগর ছাত্রদল শুক্রবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পাল্টা বিক্ষোভ মিছিল করে। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর বলেন “যারা এ ঘটনায় জড়িত তারা ছাত্রদলের কেউ না।”

টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান জানান, কুয়েটের ঘটনার প্রতিবাদে ফজলে রাব্বি ফেসবুকে পোস্ট দিয়েছিলেন। এতে ক্ষুব্ধ হয়ে তার কয়েক সহপাঠী তাকে ডেকে নিয়ে হামলা চালায়। স্থানীয়রা একজনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করে। ঘটনাস্থল টঙ্গী পূর্ব থানায় হওয়ায় পরে ভিকটিমসহ আসামিকে আমাদের গাড়িতে করে পূর্ব থানায় পাঠানো হয়।
টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, আহত শিক্ষার্থী ফজলে রাব্বি বাদি হয়ে বৃহস্পতিবার রাতেই থানায় মামলা করেছেন। ঘটনাস্থল থেকে স্থানীয়দের সহযোগিতায় আটক মামুনকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
এদিকে হামলার জন্য ছাত্রদল কর্মীদের দায়ী করে ন্যায়বিচার ও নিরাপত্তার দাবি জানিয়ে শুক্রবার সকালে সংবাদ সম্মেলন করেছে তা’মীরুল মিল্লাতের আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র ফজলে রাব্বি সিফাত। সিফাতের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত সংবাদ সম্মেলনে ছাত্রশিবির তা’মীরুল মিল্লাত টঙ্গী শাখার অফিস সম্পাদক মঈনুল ইসলামসহ ছাত্রশিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।


আরো সংবাদ



premium cement
ভাষার বৈচিত্র্য সংরক্ষণের আহ্বান রাষ্ট্রদূত মুশফিকের ৮৪ শতাংশ মানুষ স্বাধীন স্থানীয় সরকার কমিশন চান : জরিপ ‘শিক্ষা ছাড়া উন্নত জাতি গঠন করা সম্ভব নয়’ যশোর জেলা বিএনপির সভাপতি সাবু, সাধারণ সম্পাদক খোকন পুলিশের বিরুদ্ধে অভিযোগ তদন্ত মানবাধিকার কমিশনের ওপর ন্যস্ত করার সুপারিশ গণঅভ্যুত্থানকে হাইজ্যাক করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা চলছে : আমীর খসরু বাকৃবিতে ধারালো অস্ত্রসহ আটক ৫ চুয়াডাঙ্গা মোটরসাইকেল দুর্ঘটনায় ইমাম নিহত জমি পাহারার মতো ভোটকেন্দ্রও পাহারা দিতে হবে : সিইসি ঈশ্বরগঞ্জে নবগঠিত উপজেলা বিএনপির আহ্বায়ক মিটির বিরোধীতা করে মশাল মিছিল সরকারে থেকে কিংস পার্টি করলে দেশের মানুষ মেনে নেবে না : ফজলুর রহমান

সকল