কোনো আশঙ্কা নেই তবুও চার স্তরের নিরাপত্তা
- নিজস্ব প্রতিবেদক
- ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার কেন্দ্র করে কোনো আশঙ্কা নেই। তারপরও চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পাশাপাশি যান চলাচল নিয়ন্ত্রণ নিয়েও সতর্ক পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী।
গতকাল সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা পরিদর্শন শেষে ডিএমপি কমিশনার এ কথা বলেন। তিনি বলেন, শহীদ মিনারে তিন থেকে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। পুলিশের সাথে র্যা বসহ অন্যরা সমন্বয় করে কাজ করছে। শুক্রবার রাত ১২টা ১ মিনিট থেকে শুরুতে ভিভিআইপিরা শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন। তারপর ভিআইপিরা শ্রদ্ধা জানাবেন। এরপর রাত ১২টা ৪০ মিনিট থেকে শহীদ মিনারে সাধারণ নাগরিকদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। পলাশী মোড় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ও জগন্নাথ হলের রাস্তা ধরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারবেন তারা। কমিশনার সাজ্জাত আলী বলেন, এখনো আমরা কোনো আশঙ্কা দেখছি না। প্রবেশের ক্ষেত্রে মেটাল ডিটেক্টরের পাশাপাশি ম্যানুয়ালি দেহ তল্লাশির ব্যবস্থা থাকবে।
কোনোরকম দাহ্য পদার্থ বা বিস্ফোরক নিয়ে কেউ প্রবেশ করতে পারবে না। শহীদ মিনারের চারপাশে এক কিলোমিটার এলাকার মধ্যে পুলিশের মোবাইল টিম সতর্ক অবস্থায় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে।
নগরীর আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়ে ডিএমপি কমিশনার বলেন, বিচ্ছিন্ন দুই-একটা ঘটনা ব্যতীত নগরীতে বড় কোনো অপরাধ নেই। দেশের আইনশৃঙ্খলা ব্যবস্থা বেশ ভালোই আছে।
দেশের ল অ্যান্ড অর্ডার খুব ভালো। আপনারা একটা-দুইটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া বড় কোনো ঘটনা বলতে পারবেন না। দু’দিন আগে একটি ঘটনা ঘটেছে উত্তরায়। যেটা ফেসবুকে ভাইরাল হয়েছে।
ওখানে পাঁচজন কিশোর গ্যাং বা এ ধরনের কেউ টঙ্গী থেকে এসে কাজটি করেছে। ওই পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। সন্ত্রাস দমন আইনে মামলা দেয়া হয়েছে। তাদের রিমান্ডে নেয়ার আবেদন করা হয়েছে। আমরা সফলভাবে এটা হ্যান্ডেল করছি।
ট্রাফিক নিয়ন্ত্রণের বিষয়ে ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার মো: সরওয়ার বলেন, ‘শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণে প্রচুর জনসমাগম হবে। এ জন্য ট্রাফিক বিভাগ এক কিলোমিটার এলাকায় সতর্ক অবস্থানে থাকবে। পাশাপাশি সাতটি পথে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
এই সাতটি পথ হলো- শাহবাগ ক্রসিং, নীলক্ষেত ক্রসিং, শহীদুল্লাহ হল ক্রসিং, চানখাঁরপুল ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, পলাশী ক্রসিং ও বকশীবাজার ক্রসিং। শুক্রবার বেলা আড়াইটা পর্যন্ত এই নিয়ন্ত্রণব্যবস্থা চলমান থাকবে বলেও জানান ডিএমপি কমিশনার।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা