২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`

ছাত্ররাজনীতি একজন শিক্ষার্থীর গণতান্ত্রিক অধিকার : ছাত্রদল সভাপতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সংবাদ সম্মেলনে নেতারা : নয়া দিগন্ত -


বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ নং ৩৬, ৩৭ ও ৩৮ এবং নাগরিক ও রাজনৈতিক অধিকারবিষয়ক আন্তর্জাতিক চুক্তির (আইসিসিপিআর) ধারা নং ১৯, ২১ ও ২২ অনুসারে বাকস্বাধীনতার চর্চা ও সভা-সমাবেশে অংশগ্রহণ করা বাংলাদেশের সব শিক্ষার্থীর স্বীকৃত অধিকার। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের সেই ন্যায়সঙ্গত অধিকারের কথা বলে।
গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ক্রীড়া কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির এবং ঢাকা বিশ্ববিদ্যাল শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, সহসভাপতি আনিসুর রহমান খন্দকার অনিকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ছাত্রদল সভাপতি বলেন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) একটি চরম অনাকাক্সিক্ষত ও অনভিপ্রেত ঘটনা ঘটেছে। পাল্টাপাল্টি হামলায় মারাত্মকভাবে হতাহত হয়েছেন শতাধিক শিক্ষার্থী ও স্থানীয় জনতা। ছাত্রদলের পক্ষ থেকে সর্বপ্রথমে আহতদের দ্রুত সুস্থতা কামনা করার সাথে সাথে ওই সহিংসতার তীব্র নিন্দা জানাচ্ছি। এসব ন্যক্কারজনক হামলায় ও হামলার উসকানিতে জড়িত যেই হোক না কেন, সুষ্ঠু তদন্তপূর্বক তাদের সবাইকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।
তিনি বলেন, বাকস্বাধীনতার চর্চা ও সভা-সমাবেশে অংশ নেয়া বাংলাদেশের সব শিক্ষার্থীর স্বীকৃত অধিকার। তা সত্ত্বেও শিক্ষার্থীদের রাজনৈতিক সচেতনতার কারণে বর্তমানে ফ্যাসিবাদ ও দখলদারিত্বের চর্চা যখন অসম্ভব। ঠিক তখনই ছাত্রশিবির ও ছাত্রলীগ সম্পূর্ণ আইনবহির্ভূত ও অবৈধ উপায়ে ক্যাম্পাসগুলোতে সাধারণ শিক্ষার্থীর বেশ ধরে গণতান্ত্রিক ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি করে ক্যাম্পাসগুলোতে নিজেদের অঘোষিত দখলদারিত্ব জারি রাখার জন্য উঠেপড়ে লেগেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

ঘটনায় ছাত্রদলের সম্পৃক্ততার অভিযোগের বিষয়ে তিনি বলেন, গণমাধ্যম, সিসিটিভি ফুটেজ অনুযায়ী পর্যবেক্ষণ করে জানা গেছে, সহিংসতায় ছাত্রদলের সমর্থকরা কেবল ভুক্তভোগী হিসেবে জড়িত ছিলেন। তাদের তিনজনই কুয়েটের সম্মান কোর্সের নিয়মিত শিক্ষার্থী। যেহেতু কুয়েটে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো কমিটি গঠিত হয়নি এবং এখনো পর্যন্ত কুয়েট ক্যাম্পাসে সদস্য ফরম পূরণ কার্যক্রমও শুরু হয়নি, সেহেতু তারা ছাত্রদলের নিবন্ধিত কর্মীও নন। তাই তাদের কেন্দ্র করে ঘটা কোনো ঘটনাকে ‘ছাত্রদলের হামলা’ হিসেবে প্রচার করা সর্বৈবভাবে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। সময়ের সাথে যত বেশি তথ্য উন্মোচিত হচ্ছে, ততই আমরা দেখতে পাচ্ছি, ন্যক্কারজনক এ ঘটনার প্রকৃত সত্য রূপ যেভাবে উপস্থাপন করা হয়েছে তা হতে সম্পূর্ণভাবে ভিন্ন।

সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, গণ-অভ্যুত্থানের পরে বাংলাদেশে যারা আত্মপ্রকাশ করতে ভয় পেয়ে শিবির ছাত্রদলের ওপর হামলা চালিয়েছে। তারা যদি হামলা না করত এমন সঙ্ঘাত কখনোই হতো না। তাদের নির্যাতনের মাত্রা এতই বেশি ছিল যে, আহত শিক্ষার্থীরা দোকানে আশ্রয় নিলে দোকানদারদেরও শিবির হামলা করে। পরে গ্রামবাসীর সাথে অনাকাক্সিক্ষত হামলার ঘটনা ঘটে। এরপর ছাত্রদলের নামে মব সৃষ্টি করা হয়।
ছাত্রদল সাধারণ সম্পাদক আরো বলেন, ছাত্ররাজনীতি বন্ধ করতে চাওয়া ফ্যাসিবাদী মনোভাবের বহিঃপ্রকাশ। ছাত্রদের রাজনীতি করার অধিকার কেড়ে নিতে চাওয়া অগণতান্ত্রিক, অসাংবিধানিক ও আন্তর্জাতিক আইন অনুসারে মৌলিক অধিকার পরিপন্থী। প্রকাশ্য রাজনীতি করার অধিকার সবার রয়েছে। কুয়েটে ছাত্রদল প্রকাশ্য রাজনীতি চর্চা করতে চায়। এ সময় তিনি বলেন, কুয়েটে যা ঘটেছে তা সংঘটিত করেছে কুয়েটের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ওমর ফারক এবং কেন্দ্র থেকে মনিটরিং করেছে হাসনাত আবদুল্লাহ।

 


আরো সংবাদ



premium cement
ক্লাসরুম মাতাবে প্রীতম ও ব্যান্ড লালন সীতাকুণ্ডে হত্যার পর সমুদ্রে ফেলে দেয়া জেলের লাশ উদ্ধার বৈষম্যহীন সমাজ বিনির্মাণে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে : হামিদুর রহমান আযাদ দামুড়হুদা সীমান্ত থেকে প্রায় ৩৪ লাখ টাকার রুপা উদ্ধার চিরিরবন্দরে মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তি নিহত ভাষার বইয়ের ওপর অনলাইন কন্টেন্ট ও লেকচার তৈরি করবে সরকার ‘একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করতে হবে’ ২৪ মিনিটে বিমানবন্দর থেকে কমলাপুর একুশের সাথে আমার আত্মিক সম্পর্ক রয়েছে : প্রধান বিচারপতি মির্জাগঞ্জ প্রেস ক্লাবের কমিটি গঠন আত্মবিশ্বাসী আফগানিস্তানের সামনে দক্ষিণ আফ্রিকা

সকল