২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`
৪৮ ঘণ্টার আলটিমেটাম

এটিএম আজহার কেন কারারুদ্ধ জাতি জানতে চায় : হামিদুর রহমান আযাদ

এটিএম আজহারুল ইসলামের মুক্তি দাবিতে চট্টগ্রাম মহানগরী জামায়াতের সমাবেশের একাংশ। (নিচে) মঞ্চে বক্তব্য রাখছেন এ এইচ এম হামিদুর রহমান আযাদ : নয়া দিগন্ত -

জামায়াতের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি হামিদুর রহমান আযাদ বলেছেন, এটিএম আজহারুল ইসলাম ঢাকা বিশ^বিদ্যালয়ের মেধাবী ছাত্র ছিলেন, অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী ছিলেন, জামায়াতের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সেক্রেটারি ছিলেন, তিনি কারারুদ্ধ হওয়ার আগে সব শেষ রাজনৈতিক বক্তব্য দিয়েছিলেন চট্টগ্রামের এই ঐতিহাসিক লালদীঘি ময়দানে। উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে ছাত্রজনতার রক্তবন্যার মধ্য দিয়ে অর্জিত বিপ্লবের পরও একজন জনপ্রিয় রাজনৈতিক নেতা কেন জেলের ভেতরে তা জাতি জানতে চায়। তিনি আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবি জানান।

গতকাল চট্টগ্রাম মহানগরী জামায়াতের আয়োজিত ঐতিহাসিক লালদীঘির মাঠে অনুষ্ঠিত বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম মহানগরী আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহছানুল্লাহ ভূঁইয়া, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জাফর সাদেক, অধ্যক্ষ মাওলানা আমিরুজ্জামান ও অধ্যাপক নুরুল আমিন চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী, উত্তর জেলা আমির আলাউদ্দিন সিকদার, মহানগরীর নায়েবে আমির ড. আ জ ম ওবায়দুল্লাহ ও মুহাম্মদ নজরুল ইসলাম, সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা বদরুল হক, উত্তর জেলা সেক্রেটারি আবদুল জব্বার, নগর জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মুহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, নগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, সাংগঠনিক সম্পাদক ডা: এ কে এম ফজলুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান, ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি তানজির হোসেন জুয়েল, দক্ষিণের সভাপতি ইব্রাহিম হোসেন রনি প্রমুখ।

উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের সভাপতি মুহাম্মদ ইব্রাহিম হোসেন, চট্টগ্রাম দক্ষিণ জেলার জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, দক্ষিণ জেলা জামায়াত নেতা ও বিশিষ্ট সমাজসেবক ডা: আবু নাসের, উত্তর জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আনোয়ার সিদ্দিক চৌধুরী প্রমুখ। সমাবেশ শেষে নগর জামায়াতের এক বিশাল বিক্ষোভ মিছিল লালদীঘি থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরাতন রেল স্টেশনে গিয়ে শেষ হয়।


আরো সংবাদ



premium cement