২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`

সিইউপি খাতে ১২ বিলিয়ন ডলার বাড়াল এডিবি

-

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বিদ্যমান মূলধন ভিত্তিকে কাজে লাগিয়ে আগামী দশকে তার কার্যক্রম ৫০ শতাংশ বৃদ্ধি করার একটি পরিকল্পনা অনুমোদন করেছে। ক্যাপিটাল ইউটিলাইজেশন প্ল্যান (সিইউপি) ২০২৪ সালের ২৪ বিলিয়ন ডলার থেকে আগামী ২০৩৪ সালের মধ্যে ৩৬ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ার জন্য বার্ষিক অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে বলে সংস্থাটির ঢাকা অফিস থেকে গতকাল জানানো হয়েছে। এডিবি এশিয়া ও প্রশান্ত মহাসাগর জুড়ে এর উন্নয়নের প্রভাব বাড়ানোর জন্য এই অর্থায়ন বাড়াল। সংস্থাটি বলছে, অঞ্চলের ক্রমবর্ধমান চাহিদা এবং অগ্রাধিকারের সাথে সারিবদ্ধতা নিশ্চিত করতে প্রতি বছর সিইউপির অগ্রগতি পর্যালোচনা করা হবে।

এডিবির প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া বলছেন, এই সম্প্রসারিত অর্থায়ন এডিবির উন্নয়নশীল সদস্য দেশগুলোর অঞ্চলের গুরুত্বপূর্ণ উন্নয়ন অগ্রাধিকারগুলো মোকাবেলার প্রচেষ্টাকে শক্তিশালী করবে। এই গতিশীল পরিকল্পনাটি আমাদের অঞ্চলের পরিবর্তিত চাহিদার প্রতি সাড়া দেয় এবং এডিবি এর কাজের রূপান্তরমূলক প্রভাবকে শক্তিশালী করে, মানুষের জীবনযাত্রার উন্নতি করে। তিনি বলেন, আমাদের গ্রহকে সুরক্ষিত করে। আমাদের বর্ধিত ধার দেয়ার ক্ষমতা ব্যবহার করে, সিইউপি আমাদের সমগ্র অঞ্চল জুড়ে আমাদের কার্যক্রমের গুণমান এবং কার্যকারিতা বাড়াতে গিয়ে জটিল চ্যালেঞ্জ মোকাবেলায় কৌশলগত বিনিয়োগ করতে সক্ষম করে।

সংস্থাটি বলছে, সিইউপি আগামী ২ থেকে তিন বছরে এডিবির ঋণ প্রদানের প্রতিশ্রুতিতে বৃদ্ধির কল্পনা করে, যা করার জন্য এই উদ্যোগগুলো ডিজাইন করা হয়েছে। এর মধ্যে রয়েছে জলবায়ু অর্থায়নের অংশ মোট প্রতিশ্রুতির ৫০ শতাংশ বৃদ্ধি করা এবং ২০৩০ সালের জন্য এডিবির নিজস্ব অর্থায়ন এবং সরাসরি সংহতি উভয় থেকে মোট বেসরকারি খাতে ১৩ বিলিয়ন ডলার অর্থায়নে পৌঁছানো।


আরো সংবাদ



premium cement