২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`
পণ্যবাহী ট্রাকের জট হ্রাস

চট্টগ্রাম বন্দরে টিওএসের আওতায় অনলাইনে গেট পাস ইস্যু চালু

-

অনলাইনে গেটপাস ইস্যু কার্যক্রম উদ্বোধন করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। গতকাল মঙ্গলবার সকালে বন্দরের ৪নং গেটে আনুষ্ঠানিকভাবে টার্মিনাল অপারেটিং সিস্টেমের (টিওএস) আওতায় অনলাইন গেট পাস কার্যক্রম উদ্বোধন করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান।
এ সময় তিনি বলেন, ডিজিটাল গেট পাস একটি যুগান্তকারী সিদ্ধান্ত। এর মাধ্যমে চট্টগ্রাম বন্দরের কোন গেটে কতটি গাড়ি প্রবেশ করেছে, তা হিসাব রাখা এখন সহজ হয়ে যাবে। আগে এমন তথ্যগুলো আমাদের কাছে ছিল না। তিনি বলেন, অনলাইনে গেট পাস ইস্যুর ফলে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক যানজট বহুলাংশে কমে আসবে। বন্দরের এফিশিয়্যান্সি বাড়বে। জাহাজের টার্ন এরাউন্ড টাইম কমে যাবে। কার্গো হ্যান্ডলিং ফাস্ট হবে। তারপর কার্গো ও কনটেইনার হ্যান্ডেলিংয়ে গতি পাবে। তাই এ সার্ভিস ২৪/৭ (সার্বক্ষণিক) ম্যানটেন্যান্সের জন্য একটি টিম কাজ করবে।

বন্দর চেয়ারম্যান বলেন, মোবাইল অ্যাপের ড্যাশবোর্ডে দেখা যায়, কোন সময় গাড়ি বেশি প্রবেশ করছে। চালকরা তা দেখে যানজট না থাকার সময় বন্দরে এসে দ্রুত তাদের কাজ সেরে চলে যেতে পারবেন। এতে বন্দরের পরিবহন বিভাগ আরো গতিশীল হবে।
বন্দর চেয়ারম্যান বলেন, এক লাখের উপরে ট্রাক এবং সমসংখ্যক চালককে ইতোমধ্যে ডাটাবেসে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে ডাটাবেসে চালক ও ট্রাকের ডিটেইল সংরক্ষিত আছে। ১৭ ফেব্রুয়ারি দুই হাজার ২ শ’ ট্রাক বন্দরে ব্যবহার হয়েছে জানিয়ে বন্দর চেয়ারম্যান বলেন, এর মধ্যে ভেতরে ৫ শ’ এবং এক হাজার ৭শ’ ট্রাক বাইরে ছিল। এই ট্রাকগুলোকে এখন পুরোপুরি মনিটর করা যাচ্ছে, কারণ তাদের সব তথ্য ডাটাবেসে সংরক্ষিত আছে। নিরাপত্তার দিক থেকে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডাটাবেস কমপ্লিট হলে এই সিস্টেম সবার জন্য আরো আরাম দায়ক হবে বলেও তিনি মন্তব্য করেন। এই প্রযুক্তির মাধ্যমে একজন ট্রাক মালিকও তার গাড়ি এখন কোথায় অবস্থান করছে সে সম্পর্কে জানতে পারবেন। এ ছাড়া এই প্রযুক্তি ব্যবহার করে এখন আর যত্রতত্র ট্রাক এসে ভেতরে ঢুকে যাওয়ার সুযোগ নেই। যেহেতু এটা টাইম বাউন্ড হয়ে গেছে, সেজন্য কেউ কারো আগে যাওয়ারও সুযোগ নেই। ফলে অসুস্থ প্রতিযোগিতার সুযোগ নেই বিধায় সড়কগুলোতে যানজটও উল্লেখযোগ্যভাবে কমে এসেছে বলে বন্দর চেয়ারম্যানের দাবি।

এখন ডিজিটাল গেট পাস অ্যাপ চালু হওয়ায় প্রতিটি গাড়ি ফি বাবদ অনলাইনে ৫৭ টাকা ৫০ পয়সা পরিশোধ করে বন্দরে প্রবেশ করতে পারবে। আগে প্রতিটি ট্রাককে ম্যানুয়ালি গেট পাস সংগ্রহ করতে হতো। এতে এক দিকে প্রচুর সময় যেমনি ব্যয় হতো, তেমনি যানজটে মানুষের নাভিশ্বাস উঠতো। বন্দর সূত্র জানিয়েছে, একটি পাইলট প্রকল্প হিসেবে অটোমেটেড গেট পাস ইস্যু কার্যক্রমের ২ মাস ধরে পরীক্ষা-নিরীক্ষা চালায় বন্দর কর্তৃপক্ষ। এতে যানজট পরিস্থিতির অভাবনীয় উন্নতি হয় বলে বন্দর কর্তৃপক্ষের দাবি।


আরো সংবাদ



premium cement