২১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ ফাল্গুন ১৪৩১, ২১ শাবান ১৪৪৬
`
শিক্ষার্থীকে হত্যা চেষ্টা মামলা

কুয়েটের সাবেক ভিসি প্রোভিসি, পুলিশ, ছাত্রলীগ কর্মীসহ আসামি ১৫

-

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে আটকে রেখে নির্যাতন ও হত্যা চেষ্টার অভিযোগে ভার্সিটির শিক্ষক, পুলিশ কর্মকর্তা ও ছাত্রলীগ নেতাসহ মোট ১৫ জনের নামে আদালতে মামলা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী লুৎফর রহমান গত রোববার খুলনা মুখ্য মহানগর হাকিমের আমলি আদালতে এ মামলা দায়ের করেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রকিবুল ইসলাম অভিযোগ আমলে নিয়ে খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) মামলাটি নথিভুক্ত করে আদালতকে জানানোর আদেশ দিয়েছেন।
কুয়েট শিক্ষার্থী লুৎফর রহমান মামলার আর্জিতে বলেন, তিনি বিশ্ববিদ্যালয়ের লালন শাহ্ হলে থাকতেন। তিনি ছোটবেলায় মাদরাসায় পড়াশোনা ও পারিবারিক কারণে নিয়মিত নামাজ-রোজা করতেন। অভিযুক্তরা তাকে শিবির আখ্যা দিয়ে ২০১৭ সালের ১ এপ্রিল রাত ১০টার দিকে গেস্ট রুমে আটকে নির্মম নির্যাতন চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাশকতার মামলা দিয়ে কারাগারে পাঠায়। ওই নির্যাতনে তার দু’টি কিডনি নষ্ট হয়ে গেছে। বাদি এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চেয়েছেন।

মামলায় অভিযুক্তরা হলেন, কুয়েট সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষক ও সাবেক ভিসি ড. মোহাম্মদ আলমগীর, মেকানিকাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষক ও সাবেক প্রোভিসি ড. সোবহান মিয়া, সাবেক রেজিস্ট্রার জি এম শহিদুল ইসলাম, কুয়েট ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়াত হোসেন নয়ন, সাধারণ সম্পাদক আলী ইমতিয়াজ সোহান, ছাত্রলীগ কর্মী মো: আসাদুজ্জামান, লালন শাহ হলের ছাত্রলীগ কর্মী রুদ্রনীল সিংহ, এইচ এম তানভীর রেজওয়ান সিদ্দিক, আল ইশমাম, রেশাদ রহমান, তরিকুল তিলক, পরিমল কুমার রায়, আলী ইবনুল সানি, তারিক আহমেদ শ্রাবণ ও দৌলতপুর থানার তৎকালীন ওসি আনোয়ার হোসেনসহ অজ্ঞাত আরো ১০-১৫ জন।


আরো সংবাদ



premium cement