পুরান ঢাকার ইসলামবাগে প্লাস্টিক কারখানায় আগুন
- নিজস্ব প্রতিবেদক
- ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১৫
রাজধানীর পুরান ঢাকার ইসলামবাগ এলাকার একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বেলা ৩টা ১৭ মিনিটে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের আট ইউনিটের প্রায় সোয়া এক ঘণ্টার চেষ্টায় ৪টা ২৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ফায়ার সার্ভিস সদর মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান, আগুন লাগার সংবাদ পেয়ে সেখানে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট পাঠানো হয়। আগুনের সূত্রপাত, হতাহত ও ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিস সদর দফতরের এ কর্মকর্তা।
এ দিকে আগুন নিয়ন্ত্রণের পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান সাংবাদিকদের জানান, আমরা ৩টা ১৭ মিনিটে সংবাদ পাই যে ইসলামবাগে একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। প্রথমে একটি ইউনিট এবং পরে সর্বমোট আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। এই এলাকায় পানির সমস্যার কারণে আমরা অধিদফতর থেকে বিশেষ পানির গাড়ি নিয়ে আসি। এরপর ঘণ্টাখানেকের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। যে ভবনে আগুনটি লেগেছিল, এর আশপাশে অনেক আবাসিক ভবন রয়েছে। আমাদের দ্রুত রেসপন্স করার কারণে আবাসিক ভবনে কোনো ক্ষতি হয়নি। যেহেতু এটি প্লাস্টিক কারখানা ছিল, তাই অনেক বড় ক্ষতি হওয়ার শঙ্কা ছিল। আগুনের সূত্রপাত জানতে চাইলে তিনি বলেন, এখন পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ আমরা জানতে পারিনি। কিভাবে আগুন লেগেছে সেটি জানতে কাজ চলছে, তদন্তসাপেক্ষে জানা যাবে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা