চট্টগ্রামে রিহ্যাবের ৪ দিনের আবাসন মেলা শুরু
- চট্টগ্রাম ব্যুরো
- ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
বন্দর নগরী চট্টগ্রামে গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে চারদিনের আবাসন মেলা। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা: শাহাদাত হোসেন দুপুরে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন।
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) নগরীর হোটেল রেডিসন ব্লুতে এ মেলার আয়োজন করেছে। মেলায় ডেভেলপার প্রতিষ্ঠানের পাশাপাশি ভবন নির্মাণসামগ্রী ও কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম রিজিওনাল কমিটির চেয়ারম্যান হাজি দেলোয়ার হোসাইন।
চসিক মেয়র বলেন, চট্টগ্রামকে মনোরমভাবে বাসস্থানের উপযোগী করার জন্য বেশকিছু উদ্যোগ নেয়া হয়েছে। ঢাকা- চট্টগ্রামসহ সারা দেশের নাগরিকদের আবাসনের স্বপ্ন পূরণে রিহ্যাবের অবদান অনেক বড়।
অনুষ্ঠানে রিহ্যাব প্রেসিডেন্ট মো: ওয়াহিদুজ্জামান বলেন, সদস্য এবং ক্রেতাদের মধ্যে সেতুবন্ধন তৈরি করতে এই ফেয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অর্থনৈতিক অগ্রগতির সাথে সাথে মানুষের ভালো জায়গায় সুন্দর একটি ফ্যাট নিয়ে থাকার আগ্রহ বাড়ছে। আমরা নাগরিকদের স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছি।
রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লিয়াকৎ আলী ভূঁইয়া আবাসন খাতের লিংকেজসহ বিভিন্ন অবদানের কথা তুলে ধরে বলেন, বর্তমান প্রেক্ষাপটে একজন নাগরিকের পক্ষে হাউজিং লোন ছাড়া ফ্যাট বা প্লট ক্রয় করা প্রায় অসম্ভব। ক্রেতারা যাতে খুব সহজে এই ঋণ পেতে পারে সেই ব্যবস্থা করতে হবে। পরিকল্পিত ও আধুনিক বাসস্থান তৈরিতে গৃহঋণের অবদান অনস্বীকার্য।
ভাইস প্রেসিডেন্ট-২ ও মেলা কমিটির (ন্যাশনাল) চেয়ারম্যান মোহাম্মদ আক্তার বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) আব্দুর রাজ্জাক, চট্টগ্রাম রিজিওনাল কমিটির কো-চেয়ারম্যান মোহাম্মদ মোরশেদুল হাসান হোসেনসহ রিহ্যাব পরিচালক এবং অন্যান্য নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর পরই মেলা প্রাঙ্গণ দর্শনার্থীদের জন্য খুলে দেয়া হয়। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ ক্রেতা-দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় প্রবেশের জন্য সিঙ্গেল এন্ট্রির জন্য ৫০ টাকা এবং চারবার প্রবেশের জন্য টিকিটের মূল্য রাখা হয়েছে ১০০ টাকা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা