১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১, ১৩ শাবান ১৪৪৬
`

ওষুধ শিল্প এ বছরই ছয় বিলিয়ন ডলারে পৌঁছাবে

ঢাকায় ৩ দিনের এশিয়া ফার্মা এক্সপো শুরু
রাজধানীতে এশিয়া ফার্মা এক্সপোর উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা : নয়া দিগন্ত -

চলতি বছরের মধ্যেই বাংলাদেশের ওষুধ শিল্পকে এখনকার তিন বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ছয় বিলিয়ন ডলারে উন্নীত করার আশাবাদ ব্যক্ত করেছেন এ শিল্পের উদ্যোক্তারা। তারা জানান, বর্তমানে বাংলাদেশ তার চাহিদার ৯৮ শতাংশ ওষুধ তৈরি করছে। কেবল কিছু বায়োটেক জাতীয় ওষুধ (যেমন হরমোনাল) তৈরি করতে পারছে না।
গতকাল রাজধানীতে ১৬তম এশিয়া ফার্মা এক্সপো উদ্বোধনী অনুষ্ঠান শেষে উদ্যোক্তারা বলেন, বাংলাদেশের ওষুধ শিল্পে বর্তমানে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার হচ্ছে। তৈরি হয়েছে ইউরোপ, আমেরিকার সমমানের ওষুধ। উন্নত প্রযুক্তি ব্যবহার হচ্ছে বলে বাংলাদেশের বেশ কয়েকটি ওষুধ শিল্প মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও ইউরোপীয় ইউনিয়নের স্বীকৃতি পেয়েছে। একই সাথে এই দেশগুলোতে ওষুধ রফতানির অনুমোদনও পেয়ে ওষুধ রফতানিও করছে। এর বাইরে ধনী মধ্যপ্রাচ্যের দেশগুলোতো রয়েছেই।

বাংলাদেশের ওষুধ শিল্পের বর্তমান সক্ষমতাকে বাড়িয়ে দ্বিগুণ করার লক্ষ্যে গতকাল রাজধানীর পূর্বাচলে চীন-বাংলাদেশ মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে ১৬তম এশিয়া ফার্মা এক্সপো শুরু হয়েছে। ৩২টি দেশ এবারের প্রদর্শনীতে অংশ নিচ্ছে। বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির (বিএপিআই) আয়োজক। সহযোগিতায় রয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং বাংলাদেশ রফতানি উন্নয়ন ব্যুরো। বাংলাদেশে ওষুধ শিল্পে ব্যবহৃত গত ২৩ বছরের অগ্রগতিগুলো মেলায় ফুটিয়ে তোলা হয়েছে। প্রদর্শনীটি শেষ হবে আগামীকাল শুক্রবার।
উদ্যোক্তারা জানান, ওষুধ শিল্পের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ১৫০টিরও বেশি দেশে বার্ষিক ওষুধ রফতানি ৪৫ কোটি (৪৫০ মিলিয়ন) ডলারেরও বেশি হবে। তারা বলেন, পৃথিবীর বেশির ভাগ দেশ ওষুধ আমদানি করে। বাংলাদেশের ওষুধ শিল্পের সক্ষমতা বাড়ার কারণে নিজেদের প্রয়োজন মিটিয়ে বিদেশে রফতানি করা হচ্ছে। রফতানি আরো বাড়ানো সম্ভব এবং সে অনুযায়ীই কাজ করা হচ্ছে।

এই প্রদর্শনীতে অংশ নিয়েছে আমেরিকা, চীন, ইংল্যান্ড, জার্মানি, মালেয়েশিয়া, ভারত, থাইল্যান্ড, ইতালি, জাপান, সুইজারল্যান্ড, তাইওয়ান, আয়ারল্যান্ড, বাংলাদেশসহ ৩২টি দেশের ৮০০ কোম্পানি। ওষুধ উৎপাদনকারী ছাড়াও অংশ নিয়েছে ফার্মা প্রসেসিং অ্যান্ড প্যাকেজিং, বায়োটেক ল্যাব ইকুইপমেন্ট, এপিআই ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টস এবং মেশিনারিজ, ফার্মা ফর্মুলেশন্স এবং কন্ট্র্যাক্ট ম্যানুফ্যাকচারিং সিস্টেম। প্রদর্শনী থেকে দেশী-বিদেশী উদ্যোক্তারা ওষুধ শিল্প সংক্রান্ত বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি ও কাঁচামাল সম্পর্কে জানতে পারবে।
গতকাল উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির সভাপতি ইনসেপ্টা ফার্মার চেয়ারম্যান আব্দুল মুক্তাদির। সমাপনী বক্তব্য রাখেন বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির মহাসচিব এস এম শফিউজ্জামান। এ ছাড়া অনুষ্ঠানে বিদেশী ডেলিগেটরাও বক্তব্য রাখেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, বিশেষ অতিথি হিসেবে ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো: সাইদুর রহমান, ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো: শামীম হায়দার, জাতীয় রফতানি উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক বেবী রানী কর্মকার। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে।


আরো সংবাদ



premium cement
শিবলী রুবাইয়াতের স্ত্রীসহ ১১ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটের ইন্টারেক্টিভ প্লেনারি সেশনে যোগ দিলেন ড. ইউনূস সাগরতলে মিলল সবচেয়ে গতিসম্পন্ন ভুতুরে কণা গাজায় ‘জাহান্নামের সব দরজা’ খুলে দেয়ার হুমকি ইসরাইলের ডা. দীপু মনির ১৬ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দাউদকান্দিতে অবৈধ ড্রেজার উচ্ছেদ অভিযানে হামলা, পুলিশ ও ভূমি কর্মকর্তাসহ আহত ৬ আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব নাইকো মামলায় খালেদা জিয়া খালাস পাবেন আশাবাদ আইনজীবীদের তাইওয়ানের ডিপার্টমেন্টাল স্টোরে বিস্ফোরণে কমপক্ষে ১২ জন আহত রমজানে ১৫ টাকা কেজিতে ৫০ লাখ পরিবারকে চাল দেবে সরকার : খাদ্য উপদেষ্টা জাতিসঙ্ঘের প্রতিবেদন মানবতাবিরোধী অপরাধের পক্ষে অকাট্য দলিল

সকল