চট্টগ্রাম শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াছ
- চট্টগ্রাম ব্যুরো
- ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
চট্টগ্রাম শিক্ষাবোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন অধ্যাপক ইলিয়াছ উদ্দিন আহাম্মদ। তিনি পটিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ থেকে বোর্ড চেয়ারম্যান হিসেবে প্রেষণে নিয়োগ পেয়েছেন। গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো: মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর আগে, চলতি বছরের ৩০ জানুয়ারি চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রেজাউল করিমের অবসরোত্তর ছুটির পর পদটি শূন্য হয়। পদাধিকারবলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন বোর্ড সচিব অধ্যাপক ড. এ কে এম সামছু উদ্দিন আজাদ।
উল্লেখ্য, অধ্যাপক ইলিয়াছ ১৪তম বিসিএসে যোগ দিয়ে ১৯৯৩ সালের ১৪ নভেম্বর প্রভাষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। ২০১৮ সালের ৯ সেপ্টেম্বর অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। পরবর্তীতে ২০২৩ সালের ২৩ জুলাই পটিয়া সরকারি কলেজে উপাধ্যক্ষ পদে যোগদান করেন তিনি। সর্বশেষ তিনি ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা