সত্যিকার সোনার বাংলা বানাতে আগে সোনার মানুষ গড়তে হবে : শফিকুল ইসলাম মাসুদ
- ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০০
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19691772_120.jpg)
সোনার মদিনা রাষ্ট্র গঠন করার জন্য যেমন কিছু সোনার মানুষ তৈরি করেছিলেন প্রিয় রাসূল সা: তেমনি আমাদের প্রিয় বাংলাদেশকে সত্যিকার সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে আগে আমাদেরকে সোনার মানুষ গড়ে তুলতে হবে। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ গত সোমবার রাতে রাজধানীর শ্যামপুর এলাকায় ২৪-এর গণ-অভ্যুত্থান পরবর্তী সমাজ ও সংস্কারে যুবকদের দায়িত্ব ও কর্তব্য শীর্ষক সমাবেশে এ কথা বলেন।
ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও শ্যামপুর দক্ষিণ থানা আমির মো: কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও শ্যামপুর-কদমতলী জোন পরিচালক সৈয়দ জয়নুল আবেদিন। বিজ্ঞপ্তি।