ধানমন্ডি ৩২-এ পাওয়া হাড়গোড় সিআইডির ফরেনসিক ল্যাবে
- নিজস্ব প্রতিবেদক
- ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০৫
রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের ভাঙা বাড়ির বেজমেন্ট থেকে হাড়গোড় পাওয়া গেছে। তবে এগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর তা ফরেনসিক ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা করে দেখবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন। গতকাল সকাল ১০টায় আলামত সংগ্রহ করে নিয়ে যায় তারা।
বিষয়টি নিশ্চিত করে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ মাসুদ বলেন, ৩২ নম্বরে কিছু হাড়গোড় পাওয়া গেছে। সেগুলো মানুষের নাকি অন্য কোনো প্রাণীর তা পরীক্ষা করতে সিআইডি ক্রাইম সিনকে ডাকা হয়েছে। তারা আলামত সংগ্রহ করে সেগুলো নিয়ে যাবেন। পরে তারা ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা করে দেখবেন এগুলো কিসের।
এ বিষয়ে সিআইডির মুখপাত্র বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান নয়া দিগন্তকে বলেন, ধানমন্ডি ৩২ নম্বরে সিআইডির ক্রাইম সিনের একটি দল গিয়ে আলামত সংগ্রহ করছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
ওই ভবনটি শেখ মুজিবুর রহমানের বাড়ির সীমানাপ্রাচীরের মধ্যেই। অনেকে বলছেন, সেটি আওয়ামী লীগের গবেষণা উইং সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ভবন।
গত ৫ ফেব্রুয়ারি রাতে ধানমন্ডি ৩২ নম্বর শেখ মুজিবুর রহমানের বাড়িটি বিক্ষুব্ধ জনতার ভাঙার এক দিন পর এই বাড়ির বেজমেন্টে ‘আয়নাঘর’ কিংবা গোপন বন্দিশালা রয়েছে, এ ধরনের কথাবার্তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। এসব নানা আলোচনার প্রেক্ষাপটে ধানমন্ডি ৩২ নম্বরের ওই বাড়ির বেজমেন্টে থাকা পানি তোলার উদ্যোগ নেয়া হয়। পানি সরানো হলেও কিছু পাওয়া যায় নাই। এর এক দিন পরই গতকাল ওই ভবনে হাড়গোড় পাওয়া যায় বলে তথ্য ছড়িয়ে পড়ে।
প্রসঙ্গ, শেখ হাসিনার পতন ও দেশ ত্যাগের ছয় মাস পূর্তির দিন ‘বুলডোজার মিছিল’ কর্মসূচি থেকে ৩২ নম্বরের বাড়িটি ভাঙা শুরু হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা