পোশাক শিল্পের কাঁচামাল খালাস ও রফতানি সহজীকরণের আশ্বাস
চট্টগ্রাম কাস্টমস ও বিজিএমইএ মতবিনিময়- চট্টগ্রাম ব্যুরো
- ১১ ফেব্রুয়ারি ২০২৫, ০০:০৫
বিজিএমইএর সহায়ক কমিটির সদস্য এমডি এম. মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে বিজিএমইএর নেতৃবৃন্দ গতকাল সোমবার চট্টগ্রাম কাস্টম হাউজের কমিশনার মোহাম্মদ জাকির হোসেনের সাথে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় বিজিএমইএর প্রাক্তন পরিচালক এ এম মাহাবুব চৌধুরী, অঞ্জন শেখর দাশ, সাইফ উল্লাহ মনসুরসহ সদস্যবৃন্দ ও চট্টগ্রাম কাস্টমসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় এম. মহিউদ্দিন চৌধুরী বলেন, রফতানিমুখী তৈরী পোশাক শিল্পের পণ্য আমদানি-রফতানির ক্ষেত্রে কাস্টমস ব্যাপক ভূমিকা রেখে আসছে। দেশের রফতানি আয়ের বেশির ভাগ অর্থাৎ ৮১.২৯% আসে তৈরী পোশাক শিল্প থেকে। এ শিল্পের মাধ্যমে দেশের যতটুকু উন্নয়ন সাধিত হয়েছে তার গুরুত্বপূর্ণ অংশীদার কাস্টমস কর্তৃপক্ষ। অতীতেও কাস্টমস ও বিজিএমইএ একে-অপরের পাশাপাশি থেকে আলোচনার মাধ্যমে অনেক সমস্যার সমাধান করেছে। বর্তমানে নতুন করে উদ্ভূত নানাবিধ সমস্যা দ্রুত সমাধানে আমাদের একসাথে কাজ করতে হবে। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জগুলোকে সম্ভাবনায় রূপান্তর করা গেলে রফতানি বাণিজ্যের মাধ্যমে দেশের অর্থনীতির উন্নয়ন করা সম্ভব। ইতোমধ্যে বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলো পাল্টাপাল্টি শুল্কারোপের কারণে তৈরী পোশাক শিল্পের ক্রেতারা তাদের অবস্থান পরিবর্তন করতে শুরু করেছেন। আমাদের প্রতিযোগী দেশগুলো এই সুযোগটুকু কাজে লাগাতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরাও চাই ক্রেতারা আমাদের দেশকে গুরুত্বের সাথে বিবেচনা করুক। এক্ষেত্রে প্রয়োজন যুগোপযোগী নীতিমালা প্রণয়ন ও হয়রানিবিহীন নীতি সহায়তা, যা কাস্টমসের ওপর অনেকাশেংই নির্ভরশীল।
বিজিএমইএ প্রাক্তন পরিচালক এ এম মাহাবুব চৌধুরী-বন্দর জেটিতে পণ্য পরীক্ষণে জটিলতা পরিহার ও ওভেন কাপড় খালাসকালে কেজির পাশাপাশি মিটার/গজ উল্লেখের অপশন চালু করা ও বিল অব এক্সপোর্ট বাতিল করার কার্যক্রম ত্বরান্বিতকরণে গুরুত্বারোপ করেন।
কাস্টমস কমিশনার মোহাম্মদ জাকির হোসেন বলেন, জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও কর্মসংস্থানে পোশাক শিল্পের অবদান অনস্বীকার্য। তিনি পোশাক শিল্পের আমদানিকৃত পণ্য চালান দ্রুত খালাস ও রফতানি যথাসময়ে সম্পাদনে কার্যক্রম সহজীকরণের আশ্বাস দেন। একই সাথে পোশাক শিল্পের আমদানি-রফতানি সংক্রান্ত বিরাজমান সমস্যাগুলো পারস্পরিক আলোচনা ও সহযোগিতার মাধ্যমে দ্রুত সুরাহাসহ রফতানির প্রবৃদ্ধি অব্যাহত রাখার লক্ষ্যে সর্বাত্মাক সহযোগিতা করা হবে বলে আশ্বাস প্রদান করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা