তুচ্ছ ঘটনায় সিটি ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ১০
- নিজস্ব প্রতিবেদক
- ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:০৪
![](https://www.dailynayadiganta.com/resources/img/article/202502/19691266_158.jpg)
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানী ঢাকার সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গতকাল রোববার বিকেল থেকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে তীব্র যানজট দেখা দেয়। সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। তাদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিক্ষার্থীরা বলছে, পূর্বশত্রুতার জের ধরে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা প্রথমে হামলা করে সিটি কলেজে। এরপরই শুরু হয় দুই পক্ষের সংঘর্ষ। তবে এ সংঘর্ষের পেছনে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কারণ মাঝে মধ্যে দুই কলেজের মধ্যে সংঘর্ষ হলেও গতকালের ঘটনার কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না।
আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের দাবি, তাদের তিন শিক্ষার্থীকে ছুরিকাঘাত করেছে সিটি কলেজের শিক্ষার্থীরা। আহতরা আইডিয়াল কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী। তারা ল্যাবএইড হাসপাতালে ভর্তি আছেন। তবে অপরপক্ষ বলছে ছুরিকাঘাতের কোনো ঘটনাই ঘটেনি। পূর্বশত্রুতার জেরে গতকাল আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা লাঠি-সোঁটা নিয়ে সিটি কলেজের সামনে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে কলেজের নাম ফলক খুলে পড়ে যায়। পরে সিটি কলেজের শিক্ষার্থীরা তাদের ধাওয়া করে। এতেই শুরু হয় সংঘর্ষ। পুরো এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। বন্ধ হয়ে যায় মিরপুর সড়কের যান চলাচল। ঘটনার শুরু থেকেই পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করে স্থানীয় থানা পুলিশ। পরে ডিএমপির অতিরিক্ত পুলিশ সায়েন্স ল্যাব এলাকায় অবস্থান নিয়ে পরিস্থিতি শান্ত করে।
ডিএমপির রমনা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জিসানুল হক বলেন, পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। দুইপক্ষেই সরে দাঁড়িয়েছে। কীজন্য এ সংঘর্ষ বেধেছে আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি।
পুলিশের অপর একটি সূত্র বলছে, একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে দুষ্কৃতকারীদের ষড়যন্ত্রের অংশ হিসেবে এ ঘটনা ঘটতে পারে। কারণ সম্প্রতি পাওয়া বেশকিছু গোয়েন্দা রিপোর্টে এমন কিছু তথ্য উঠে এসেছে। তবে পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে।