বরিশালে শেষ হলো তিন দিনের আবাসনমেলা
- বরিশাল ব্যুরো
- ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪৩
বরিশাল নগরীর সদর রোডে অবস্থিত টাউন হলে তিন দিনব্যাপী আবাসনমেলা শেষ হয়েছে। বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনালের আয়োজনে গত বৃহস্পতিবার সকালে শুরু হয়ে এ আবাসনমেলা, যা শনিবার রাতে শেষ হয়। মেলার উদ্বোধন করেন চিত্রনায়ক ওমর সানী। উপস্থিত ছিলেন- জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান ও সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আবদুল কাইয়ুম।
মেলায় ঢাকা ও বরিশালের যেসব প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে সেগুলো হচ্ছে- ঢাকা মডার্ন সিটি, গোল্ডস্যান্ড গ্রুপ, ভাইয়া হোটেল অ্যান্ড রিসোর্ট, রিয়েল ক্যাপিটাল গ্রুপ, এইচ আর গ্রুপ, ম্যানগ্রোভ হোটেল কুয়াকাটা, স্পার্ক গ্রুপ, তাজওয়ার হোল্ডিংস, সালাম মিয়া হাউজিং ও গ্রিন প্রোপার্টি সল্যুশন।
কিস্তির মাধ্যমে প্লট ও ফ্ল্যাট কেনার সুযোগ ছিল মেলায় অংশগ্রহণকারী প্রায় সব ক’টি প্রতিষ্ঠানেই। বিপুলসংখ্যক দর্শনার্থীর পদচারণায় সকাল থেকে রাত অবধি প্রতিদিন মুখরিত ছিল মেলাপ্রাঙ্গণ। আগত দর্শনার্থীরা স্টলে স্টলে ঘুরে যাচাই করেছে প্লট কিংবা ফ্ল্যাটের সুযোগ-সুবিধা। সাধ্যের মধ্যে মিলিয়ে একটি ফ্ল্যাট কিংবা প্লট কিনতে মেলায় আসা দর্শনার্থীদের কাছে টানতে সচেষ্ট ছিলেন আবাসন কোম্পানির বিক্রয় প্রতিনিধিরাও। ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করতে বিভিন্ন কোম্পানি দিয়েছে নানান আকর্ষণীয় অফার। অর্ডার দিলেই মিলেছে নগদ মূল্যছাড়, সোনার গয়না, ওয়াশিং মেশিন, ফ্রিজ, এসিসহ বিভিন্ন সুযোগ-সুবিধা।
বরিশাল নগরীর উপকণ্ঠ, কুয়াকাটার বিভিন্ন লোকেশন এবং ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে তুলনামূলক কম মূল্যে ফ্ল্যাট কিংবা প্লট কেনার বিশাল সুযোগ করে দিয়েছে বরিশালে আয়োজিত এ আবাসনমেলা। আকর্ষণীয় অনেক সুযোগ-সুবিধায় নিষ্কণ্টক প্লট বিক্রি করেছে মেলায় অংশগ্রহণকারী বরিশালের কোম্পানি স্পার্ক বিজনেস ডেভেলপমেন্ট লিমিটেড।
বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক মো: ইসলাম শেখ জানান, আমার স্বপ্ন আমার বাড়ি- স্লোগান নিয়ে শুরু হওয়া বরিশালে তিন দিনব্যাপী আবাসনমেলা শেষ হয়েছে। বরিশালের জনগণের মধ্যে আবাসনের সুস্পষ্ট ধারণা দেয়া এবং আবাসন ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে সেতুবন্ধ তৈরির পরিপ্রেক্ষিতে আমরা ডোর-টু-ডোর ব্র্যান্ডিং করেছি। এই মেলা বরিশালের আবাসনশিল্প বিকাশে বিশেষ ভূমিকা পালন করবে।