বাগাতিপাড়ায় বিরল প্রজাতির নীলগাই উদ্ধার
- বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা
- ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪৩
নাটোরের বাগাতিপাড়ায় একটি বিরল প্রজাতির নীলগাই ধরা পড়েছে। শনিবার দুপুরে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের শেখপাড়া এলাকার স্থানীয় কয়েকজন যুবক প্রায় তিন ঘণ্টা তাড়া করে প্রাণীটিকে ধরতে সক্ষম হন এবং দড়ি দিয়ে খুঁটির সাথে বেঁধে রাখেন। পরে তারা প্রশাসনকে বিষয়টি জানান। খবর পেয়ে উপজেলার প্রাণিসম্পদ দফতরের লোকজন ও পুলিশ সেখানে পৌঁছে নীলগাইটি নিজেদের হেফাজতে নিয়েছেন।
এ দিকে বিরল প্রজাতির নীলগাই ধরাপড়ার খবরে শত শত উৎসুক জনতা তা দেখতে সেখানে ভিড় জমায়।
স্থানীয়রা জানান, কয়েকজন শ্রমিক একটি ঘরের কাজ করছিলেন। এ সময় পাশের মাঠ দিয়ে ওই নীলগাইটিকে দৌড়ে যেতে দেখেন। প্রথমে তারা বুঝতে পারেনি প্রাণীটি কি। তবে ধারণা ছিল এটি বিরল প্রজাতির কোনো প্রাণী হবে। সে জন্য কয়েকজন মিলে প্রায় তিন ঘণ্টা চেষ্টার পরে নীলগাইটিকে ধরে দড়ি দিয়ে বেঁধে নিরাপদে রাখেন। পরে উপজেলা প্রাণিসম্পদ দফতরে খবর দিলে তারা এসে তারা নিশ্চিত করেন এটি বিরল প্রজাতির নীলগাই।
স্থানীয় রাশেদুল ইসলাম বলেন, তারা কয়েকজন ঘরের কাজ করছিল। বেলা ১১টার দিকে পাশ দিয়ে বিরল প্রজাতির ওই প্রাণীকে দৌড়ে যেতে দেখে ধাওয়া করেন। পরে আরো কয়েকজন যোগ দিয়ে প্রায় তিন ঘণ্টা চেষ্টার পরে নীলগাইটি ধরতে সক্ষম হয়। প্রাণীটি বিরল প্রজাতির হওয়ায় তাৎক্ষণিক উপজেলা প্রাণিসম্পদ দফতরে খবর দেন।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, নীলগাইটি তাদের হেফাজতে নিয়েছেন। পরবর্তী পদক্ষেপ না নেয়া পর্যন্ত থানায় রাখা হবে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবু হায়দার বলেন, বিরল প্রজাতির নীলগাইটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। পরবর্তীতে বন্যপ্রাণী আইন অনুযায়ী পরিবেশ অধিদফতরের কাছে হস্তান্তর করা হবে।